Advertisement
Advertisement
Budget 2024

কমতে পারে ওষুধের দাম, বাজেটে বড় ঘোষণার পথে মোদি সরকার!

১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন!

Budget 2024: Govt. may provide 75% discount in Janaushadhi kendra medicine | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 22, 2024 4:08 pm
  • Updated:February 1, 2024 7:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে রামমন্দির (Ram Mandir) উদ্বোধন বিজেপির (BJP) অন্যতম বড় চাল নিশ্চয়ই। পাশাপাশি নতুন বছরে বাজেটে সাধারণ মানুষের মন জিততে বড় ঘোষণা করতে চলেছে মোদি সরকার। সব ঠিক থাকলে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। যেখানে ঘোষণা ওষুধের দামে ছাড় নিয়ে বড় ঘোষণা হতে পারে। যাতে উপকৃত হবে আমজনতা।

বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি পরিকল্পনা (PMBJP)-এর জন্য একটি বিশেষ ঘোষণা করতে পারে সরকার। বর্তমানে ভারত ১০,০০০ জন ঔষধি কেন্দ্র রয়েছে, আগামী দিনে তা বাড়িয়ে ২৫০০০ করার লক্ষ্য মাত্রা নেওয়া ঘোষণা হতে পারে। ওষুধের উপর বর্তমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়। তা বাড়িয়ে ৭৫ শতাংশ করা হতে পারে।

Advertisement

 

[আরও পড়ুন: প্রাণ পেল রামলালা, ছবিতে দেখুন ষোড়শ উপচারে পুজোর বিশেষ মুহূর্ত]

গত বছর প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি স্কিমের আওতায় ১০০০ কোটি টাকার ওষুধ বিক্রি হয়েছে। এর থেকে প্রমাণিত সাধারণ মানুষের জন ঔষধির উপর ভরসা বাড়ছে। একই কারণে গত নয় বছরে জন ওষধি কেন্দ্রের সংখ্যা ১০০ গুণ বৃদ্ধি পেয়েছে। এই কারণেই ২০২৬ সালের মধ্যে জন ঔষধি কেন্দ্রের সংখ্যা ২৫ হাজার করার পরিকল্পনা মোদি সরকারের।

 

[আরও পড়ুন: ‘ভারততীর্থ’ অযোধ্যায় ডোম রাজার হাতে প্রাণ পাবে শিশু রাম]

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি আওতায়, ৯৬৩ ধরনের ওষুধ এবং ২৯৩টি অস্ত্রোপচারের সরঞ্জাম পাওয়া যায়। এর মধ্যে রয়েছে কার্ডিওভাসকুলার, ক্যান্সার, ডায়াবেটিস, অ্যান্টি-অ্যালার্জি, গ্যাস্ট্রো ওষুধ এবং শিশুদের ওষুধ। ওষুধের প্রধান গুদামগুলি ছিল বর্তমানে গুরগাঁও, বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি এবং সুরাটে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement