Advertisement
Advertisement

Breaking News

Budget session

৩১ জানুয়ারি শুরু বাজেট অধিবেশন! মহিলা কৃষকদের জন্য বড় ঘোষণার পথে মোদি সরকার

রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন।

Budget session from Jan 31, big announcement for women farmers likely

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:January 11, 2024 1:54 pm
  • Updated:February 1, 2024 7:21 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট (Union Budget) পেশ হবে আগামী ১ ফেব্রুয়ারি। আগামী ৩১ জানুয়ারি শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। শেষ হবে ৯ ফেব্রুয়ারি। অধিবেশনের দ্বিতীয় দিন বাজেট পেশ হবে। তারপর এক সপ্তাহ সেটা নিয়ে আলোচনা।

কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, ৩১ জানুয়ারি অর্থাৎ অধিবেশন শুরুর দিন দুই কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। ১ তারিখ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সংক্ষিপ্ত অধিবেশন হওয়ায় বড় কোনও বিল এবার পেশ করবে না সরকার। তাছাড়া এখনও সংসদের দুই কক্ষ থেকে ১৪৬ জন সাংসদ সাসপেন্ড হয়ে আছেন। অধিবেশনের আগে তাঁদের সাসপেনশন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় নাকি সেটাও দেখার।

Advertisement

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনে থাকবেন আডবাণী, দায়িত্ব নিল বিশ্ব হিন্দু পরিষদ]

চলতি বছরই লোকসভা ভোট (Lok Sabha Elections 2024)। তাই এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পাচ্ছে না কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এবারে ৩ মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। সচরাচর ভোট অন অ্যাকাউন্টে বড় কোনও ঘোষণা সরকার করে না। কিন্তু ২০১৯ সালেও সেই রীতি ভঙ্গ করে বড়সড় করছাড় ঘোষণা করেছিল মোদি সরকার। ২০২৪ সালেও তার ব্যতিক্রম হবে না। সূত্রের খবর, মহিলাদের নিয়ে একাধিক বড় ঘোষণা করা হতে পারে এবারের বাজেটে।

Advertisement

[আরও পড়ুন: বিলকিস কাণ্ডে ৯ অভিযুক্ত নিখোঁজ! তালা ঝুলছে গুজরাটের গ্রামের বাড়িতে!]

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, মূলত মহিলা কৃষকদের রোজগার বাড়ানোর জন্য বড় ঘোষণা করা হতে পারে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধিতে (PM Kisan) এই মুহূর্তে বাৎসরিক ৬ হাজার টাকা করে দেওয়া হয় কৃষকদের। মহিলা কৃষকদের জন্য সেটা বাড়িয়ে বছরে ১২ হাজার টাকা করে দিতে পারে মোদি সরকার। আর সেই ঘোষণা হতে পারে বাজেট থেকেই। এছাড়াও পেট্রল-ডিজেলের দাম কমানোরও একটা সম্ভাবনা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ