Advertisement
Advertisement

Breaking News

By Election Results 2022

দেশের চার রাজ্যের উপনির্বাচনে সাফল্য বিজেপির, মহারাষ্ট্র বাজিমাত উদ্ধবের

বিহারে বিজেপিকে ধাক্কা দিলেন তেজস্বী যাদব।

By Election Results 2022: BJP wins in four states Bypoll | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 6, 2022 12:36 pm
  • Updated:November 6, 2022 12:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে দেশের চার রাজ্যের উপনির্বাচনে (Assembly By-Elections) বড় সাফল্য বিজেপির। উত্তরপ্রদেশ, ওড়িশা এবং বিহারে নিজেদের জেতা আসন ধরে রাখছে গেরুয়া শিবির। অন্যদিকে, হরিয়ানার একটি আসন কংগ্রেসের (Congress) হাত থেকে ছিনিয়ে নিল বিজেপি।

দিন দুই আগে দেশের মোট ৬ রাজ্যের ৭টি আসন বিভিন্ন কারণে উপনির্বাচন হয়। এই ৭ আসনে মূল লড়াই ছিল বিজেপির সঙ্গে আঞ্চলিক দলগুলির। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গোলা গোরক্ষনাথ আসনটিতে বিজেপি বিধায়কের মৃত্যুর ফলে উপনির্বাচনের প্রয়োজন পড়ে। এই আসনে সরাসরি লড়াই ছিল বিজেপি এবং সমাজবাদী পার্টির (Samajwadi Party) মধ্যে। কংগ্রেস এবং বহুজন সমাজ পার্টি লড়াই থেকে নিজেদের সরিয়ে রাখে। দ্বিমুখী লড়াইয়ে দুপুর ১২টা পর্যন্ত ট্রেন্ডে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘জনগণমন’র সমান মর্যাদা প্রাপ্য ‘বন্দেমাতরম’ গানটিরও! আদালতে জানাল কেন্দ্র]

বিহারের (Bihar) দুটি আসনে নির্বাচন হয়েছিল। দুটি আসনেই সরাসরি লড়াই বিজেপি এবং আরজেডির। জেডিইউ (JDU) বা কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী দেয়নি। গোপালগঞ্জ আসনটি দু’দশক ধরে বিজেপির দখলে ছিল। বিজেপি বিধায়কের মৃত্যুর পর ওই আসনে উপনির্বাচন হয়। এবারে এই আসনে আরজেডি এবং বিজেপির জোর লড়াই হলেও শেষপর্যন্ত এগিয়ে বিজেপি। বিহারের আরেক আসন মোকামায় আরজেডির বিধায়ক বরখাস্ত হওয়ায় উপনির্বাচনের প্রয়োজন পড়ে। এই আসনটিতে ফের বহু ভোটে এগিয়ে আরজেডিই। ওড়িশার একটি আসনে বিজেপি বিধায়কের মৃত্যুতে উপনির্বাচনের প্রয়োজন পড়ে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে ওই আসনটি পুনরায় গেরুয়া শিবিরই দখল করতে চলেছে। হরিয়ানার একটি আসনে উপনির্বাচনের প্রয়োজন পড়েছিল কংগ্রেস বিধায়ক কূলদীপ বিষ্ণোই পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ায়। সেই আসনটিতেও বহু ভোটে এগিয়ে গেরুয়া শিবির।

Advertisement

[আরও পড়ুন: Coronavirus: করোনামুক্তির পথে দেশ! অ্যাকটিভ কেসের সংখ্যা নামল ১৫ হাজারের নিচে]

এবারের উপনির্বাচনে সবচেয়ে বেশি যে দুটি কেন্দ্রে নজর ছিল, সেই দু’টি হল মহারাষ্ট্রের আন্ধেরি ইস্ট এবং তেলেঙ্গানার মুনুগোডে। শিব সেনার বিচ্ছেদের পর প্রথমবার আন্ধেরি ইস্টেই ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছিল উদ্ধবপন্থী (Uddav Thackeray) শিব সেনা। শিব সেনার বিধায়কের মৃত্যুর পরই এই আসনে উপনির্বাচনের প্রয়োজন পড়ে। বিজেপি, বা একনাথ শিণ্ডে শিবির এই কেন্দ্রে প্রার্থী দেয়নি। ফলে ওই কেন্দ্র থেকে শিব সেনার উদ্ধব শিবির একপ্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। অন্যদিকে তেলেঙ্গানায় কংগ্রেস বিধায়ক পদত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ায় উপনির্বাচনের প্রয়োজন পড়েছে। সেরাজ্যে শাসক টিআরএস (TRS) এবং বিজেপির জোর টক্কর শেষে টিআরএস সামান্য এগিয়ে আছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ