Advertisement
Advertisement

আম আদমির সহায়তায় এটিএম বাস নামাল কানাড়া ব্যাঙ্ক

হঠাৎ স্বস্তি নিয়ে সামনে হাজির আস্ত একটি এটিএম বাস৷

canara bank rolled out the atm on wheel service
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 15, 2016 1:09 pm
  • Updated:November 15, 2016 1:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বেঙ্গালুরু শহরটাই যেন রাস্তায় নেমে এসেছে৷  রাস্তায় রাস্তায় এটিএমের সামনে লম্বা লাইন৷ ব্যাঙ্কের সামনে উপচে পড়া ভিড়৷ টাকা তোলার গেরোয় অথৈই জলে আম আদমি৷ ঠাসাঠাসি, গাদাগাদি৷ সেকি দুরাবস্থা৷ হঠাৎ স্বস্তি নিয়ে সামনে হাজির আস্ত একটি এটিএম বাস৷ উফঃ হাফ ছেড়ে বাঁচলেন লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা বহু জনতা৷

সাধারণ মানুষকে স্বস্তি দিতে এটিএমের এই মোবাইল বাস চালানোর উদ্যোগ নিল কানাড়া ব্যাঙ্ক৷ বিকেল সাড়ে ৫টা থেকে বেঙ্গালুরুর এমজি রোডে ঠায় দাঁড়িয়ে ছিল বাসটি৷ সূত্রের খবর, রবিবার সন্ধেয় বাসটি থেকে প্রায় ৮০০ জন ৮ লক্ষ টাকা তুলতে পেরেছে৷

Advertisement

বেঙ্গালুরু সার্কেলের কানাড়া ব্যাঙ্কের জেনারেল ম্যনেজার এম এম চিনিওয়ার জানান, এটিএমে ২০০০ টাকার নোটের ক্যাসেট এখনও বসেনি৷ তবে আগামী তিন-চার দিনের মধ্যে ইঞ্জিনিয়াররা এই সমস্যা মিটিয়ে ফেলবে বলে জানান তিনি৷ চিনিওয়ার আরও জানান, নভেম্বরের ১৫-১৬ তারিখের মধ্যে ব্যাঙ্কে আরও অনেক বেশি নগদ আসতে শুরু করবে, তাতে সাধারণ মানুষের সমস্যা অনেকটাই মিটবে বলে জানান তিনি৷

Advertisement

FB- এটিএম-ব্যাঙ্ক ছেড়ে বাসের সামনে লাইন মানুষের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ