Advertisement
Advertisement

Breaking News

নতুন বছরে দাম বাড়তে চলেছে গাড়ির!

কেন্দ্রের আবগারি শুল্ক না কমানোর সিদ্ধান্তই চার চাকার গাড়ির দাম বাড়ার কারণ বলে মনে করা হচ্ছে।

Cars to be costlier from January 2017! 
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 21, 2016 8:12 pm
  • Updated:December 21, 2016 8:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ি প্রেমীদের জন্য হয়ত নতুন বছর খুব একটা সুখকর নয়। ২০১৭-র থেকে দাম বাড়ছে সমস্ত চার চাকার গাড়ির। একটু আধুটু নয়, এক ধাক্কায় অনেকটাই চড়ছে গাড়ির দাম। তাই যাঁরা নতুন বছরে নতুন গাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন তাদের কপালে ভাঁজ পড়বে বৈকি।

কেন্দ্রের আবগারি শুল্ক না কমানোর সিদ্ধান্তই চার চাকার গাড়ির দাম বাড়ার কারণ বলে মনে করা হচ্ছে। যদিও ইতিমধ্যেই বেশকিছু গাড়ি কোম্পানি দাম বাড়ানোর কথা ঘোষণা করে দিয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক নতুন বছরে কোন গাড়ির কত দাম বাড়তে পারে-

Advertisement
  • ৫- ২৫ হাজার টাকা পর্যন্ত দাম বাড়তে পারে টাটা মোটরসের।
  • হুন্ডাই মোটরসের সমস্ত মডেলের দাম বাড়তে পারে ১ লক্ষ টাকা পর্যন্ত।
  • নিশান মোটরস ইন্ডিয়া, জাপানি এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা গাড়ির দাম বাড়াচ্ছে ৩০ হাজার টাকা পর্যন্ত।
  • রেনল্ট ইন্ডিয়া ২ শতাংশ হারে তাদের গাড়ির দাম বাড়ানোর কথা ভাবছে।
  • টয়োটার কিরলোসকার মোটরসের দাম বাড়বে ৩ শতাংশ হারে।
  • শেভ্রলে ইন্ডিয়া তাঁদের বিভিন্ন মডেলের দাম ৩০ হাজার টাকা পর্যন্ত বাড়াচ্ছে।

যদিও এই অর্থবর্ষে রাজস্বে ঘাটতি মেটাতে আগামী ৩ মাসে অতিরিক্ত রাজস্ব আদায় আশাতীতই ছিল। গাড়ি কোম্পানিগুলির দাবি, এটা পুরোপুরি সরকারের সিদ্ধান্ত। তাঁরা এই সিদ্ধান্ত মানতে বাধ্য। যার প্রভাব গাড়ি বিক্রিতে পড়বে বলেই মনে করছেন তারা।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ