Advertisement
Advertisement

Breaking News

খাদির নাম করে বিক্রি হচ্ছে সুতির পোশাক, ফ্যাব ইন্ডিয়ার বিরুদ্ধে দায়ের মামলা

ক্ষতিপূরণের দাবি খাদির৷

Case against Fabindia for selling factory made garments as Khadi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 15, 2018 6:07 pm
  • Updated:June 15, 2018 6:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাদির নাম ভাঙিয়ে বিক্রি হচ্ছে সুতির পোশাক৷ ফলে তাদের বিপুল লোকসানের মুখে পড়তে হচ্ছে৷ এমনই গুরুতর অভিযোগ এনে প্রসিদ্ধ পোশাক বিক্রয়কারী সংস্থা ফ্যাব ইন্ডিয়ার বিরুদ্ধে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করল খাদি৷ বিপুল পরিমাণ ক্ষতিপূরণ বাবদ ফেরত চাওয়া হয়েছে ৫২৫ কোটি টাকা৷ কারণ এই পরিমাণ অর্থই লোকসান হয়েছে বলে মামলাতে উল্লেখ করা হয়েছে।

[ইদের মতো দেশবাসীর সঙ্গে জন্মাষ্টমীও পালন করার ইচ্ছে কাফিল খানের]

Advertisement

খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের (কেভিইআইসি) পক্ষে এই মামলা লড়ছে কোচার অ্যান্ড কোম্পানি নামের একটি ল ফার্ম৷ কেভিআইসি-র চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা জানান, খাদির ঐতিহ্য রয়েছে রক্ষা করতে তাঁরা বদ্ধপরিকর৷ ফলে যারা নিয়ম বহির্ভূত কাজ করবে এবং গ্রামের মানুষের স্বার্থ বিঘ্নিত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ যদিও এমন কোনও মামলার কথা তাদের কাছে এসে পৌঁছায়নি বলে জানিয়েছে ফ্যাব ইন্ডিয়া কর্তৃপক্ষ৷ ফলে জল্পনার উপর ভিত্তি করে কোনও প্রত্যুত্তর দিতে চায়নি তারা৷

Advertisement

[‘আকবর নয়, রানা প্রতাপই মহান’, যোগীর মন্তব্যে বিতর্ক]

প্রসঙ্গত, ২০১৫-তে একটি ফ্যাব ইন্ডিয়ার পোশাকে একটি পরীক্ষা চালিয়েছিল খাদি৷ সেখানে দেখা গিয়েছে, খাদির ট্যাগ লাগিয়ে যে সমস্ত পোশাক তারা ব্যবহার করছে সেগুলি সাধারণ কারখানায় তৈরি সুতির পোশাক৷ খাদির পোশাক নয়৷ এরপরেই খাদির পক্ষ থেকে ফ্যাব ইন্ডিয়াকে একটি নোটিশ পাঠান হয়েছিল৷ যেখানে বলা হয়েছিল, খাদির নামে পোশাক বিক্রি বন্ধ করা হোক৷ এমনকি খাদির পোশাক দেখিয়ে ফ্যাব ইন্ডিয়া যে বিজ্ঞাপন দেখাচ্ছে তাও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল৷ কিন্তু তারপরেও তেমন কোনও কাজ হয়নি৷ ফলে এবার মামলার পথে হাঁটল খাদি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ