Advertisement
Advertisement

টাকা অমিল, ব্যাঙ্কের রক্ষীকে চড় মহিলার

পাল্টা জবাবে শূন্যে গুলি চালালেন ওই কনস্টেবল৷

Cash Crunch in bank, woman slapped security guard
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 18, 2016 9:55 am
  • Updated:December 18, 2016 9:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রাহক ও ব্যাঙ্করক্ষীদের মধ্যে হাতাহাতির জেরে শনিবার সকালে রণক্ষেত্রের চেহারা নিল উত্তরপ্রদেশের বুলন্দশহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক চত্বর৷ ওই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়িয়েছে৷ শনিবার সকাল থেকেই ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যথেষ্ট পরিমাণে টাকা ছিল না৷ অল্প কয়েকজন টাকা পাওয়ার পরই ক্যাশ কাউণ্টার বন্ধ করে দিতে হয়৷ আর এরপরই ঘটনার সূত্রপাত৷

ব্যাঙ্কে টাকা নেই৷ একথা বলার পরই গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন৷ ব্যাঙ্কের রক্ষী তথা হেড কনস্টেবলের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কয়েকজন মহিলা গ্রাহক৷ এমনকী, উত্তেজনার পারদ এতটাই ঊধর্বমুখী রূপ নেয় যে, এক মহিলা ওই হেড কনস্টেবলকে চড় মারেন৷ পাল্টা চড় মারেন ওই রক্ষীও৷ বিক্ষুব্ধ গ্রাহকদের সামলাতে শূন্যে গুলিও চালান তিনি৷ আর এই ঘটনার জেরে ওই হেড কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে৷

Advertisement

ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, কয়েকজন মহিলা গ্রাহকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছেন হেড কনস্টেবল জসবীর সিং৷ দেখা যায়, হঠাৎই ক্ষুব্ধ গ্রাহকদের সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করেন হেড কনস্টেবল৷ আর ব্যাঙ্কের অন্য রক্ষীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন৷ কিন্তু এরমধ্যেই অতর্কিতে এক মহিলা গ্রাহক ওই হেড কনস্টেবলের গালে সপাটে চড় মারেন৷ এর কয়েক মুহূর্তের মধ্যে রক্ষী ওই মহিলাকে পাল্টা চড় মারেন৷ তপ্ত বাক্যবিনিময়ের পরও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না দেখেই হঠাৎই বিক্ষুব্ধ গ্রাহকদের লক্ষ্য করেই নিজের রাইফেল তাক করেন৷ এরআগেই মহিলা গ্রাহকরা নিজেদের চটি হাতে নিয়ে কনস্টেবলকে মারতে গিয়েছিলেন৷ এতকিছু সত্ত্বেও তিনি গুলি চালাননি৷ এরপরই শূন্যে গুলি চালান ওই হেড কনস্টেবল৷ ঘটনার খবর পেয়েই কাছের থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷ পরে এই দুর্ব্যবহারের জন্য ওই হেড কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে৷ যদিও অন্য একটি সূত্রের খবর, লাইন ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে এক মহিলাকে বাধা দেয় বাকিরা৷ মহিলা তখন ফিরে গেলেও পরে পাঁচ জন সঙ্গী নিয়ে ফিরে আসেন৷ ফের তর্কাতর্কি শুরু হয়৷ অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ছোড়েন রক্ষী৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ