Advertisement
Advertisement

সংশোধিত রিটার্নে ছাড় নয়, কড়া শাস্তি হবেই

কালো টাকার কারবারিদের সতর্ক করল কেন্দ্র৷

CBDT warns of penal action if ITR ‘drastically’ changed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2016 11:00 am
  • Updated:December 15, 2016 11:00 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালো টাকার অবৈধ লেনদেন রুখতে কড়া শাস্তিমূলক আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)৷ আয়কর আইনের সুবিধা নিয়ে যে সমস্ত কালো টাকার কারবারি শুধুমাত্র ৩০ শতাংশ করের পরিবর্তে কালো টাকাকে বৈধ বানাচ্ছেন, তাদের হুঁশিয়ার করতেই এই ঘোষণা৷

নোট বাতিলের ঘোষণার পর কেন্দ্র জানিয়েছিল মোট আয়ের ৫০ শতাংশ কর সরকারকে দিলে কালো টাকা বৈধ হবে৷ এতে কালোটাকার কারবারিদের থেকে মোটা অঙ্কের কর আদায় করা যাবে বলে ভেবেছিল কেন্দ্র৷ আশা ছিল, এই পরিকল্পনায় সরকারের ঘরে অনেক টাকা জমা পড়বে৷ কিন্তু, সরকারের সেই আশায় বাধা দিচ্ছে দেশেরই আইন৷ আয়কর আইনের একটি সুবিধা অনুযায়ী, করদাতা যদি পূর্ববর্তী আয়ের সংশোধিত হিসাব দাখিল করে, তবে সেই আয়ের ৩০ শতাংশ কর হিসাবে দিলেই তা বৈধ আয় বলে বিবেচিত হবে৷ আইনের ওই সুবিধা নিয়ে সরকারকে বাঁচিয়ে অতিরিক্ত ২০ শতাংশ টাকা ঘরে তুলছেন কালোটাকার কারবারিরা৷ আর এতেই টনক নড়েছে সিবিডিটির৷

Advertisement

তারা জানিয়েছে, “আয়কর আইনের ওই সুবিধা নিয়ে যাঁরা নিজেদের কোটি কোটি টাকার ‘কর ফাঁকি’ আয় ঘোষণা করছেন, তাঁরা সতর্ক থাকুন৷ কারণ যদি সিবিডিটি দেখে, পূর্ববর্তী বছরগুলিতে প্রচুর টাকার কর ফাঁকি দেওয়া হয়েছে, তবে তাঁরা শুধু ৩০ শতাংশ কর দিয়ে পার পাবেন না৷ তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে৷” এই ক্ষেত্রে প্রকৃত তথ্য ও সংশোষিত তথ্যের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে৷ তাহলেই বিপদ বাড়বে ‘অসাধু’-দের৷ আয়কর সংক্রান্ত যাবতীয় নীতি নির্ধারণের দায়িত্ব সিবিডিটির৷ তারা জানিয়েছে, গত ৮ নভেম্বর থেকে যাঁরা আয়কর রিটার্ন জমা করেছেন, খুব শীঘ্রই তাদের আয়কর রিটার্নের রেকর্ড পরীক্ষা করে দেখা হবে৷ বড় ধরনের অনিয়ম চোখে পরলেই নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ