Advertisement
Advertisement
CBI

৮০০ কোটির দুর্নীতিতে জড়াল টাটার নাম! সিবিআইয়ের আতশকাচে সংস্থার এক কর্তা

গত ১৮ জুন এই ঘটনায় অভিযোগ জমা পড়ে।

CBI case against Tata Consulting Engineers

প্রতীকী ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 21, 2025 7:58 pm
  • Updated:June 21, 2025 7:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্নীতিতে নাম জডিয়ে পড়ল টাটার! ৮০০ কোটির আর্থিক তফরূপের অভিযোগে জহরলাল নেহেরু পোর্ট অথোরিটির এক কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। সেই মামলাতেই এবার জডিয়ে পড়ল টাটা গোষ্ঠীর প্রোজেক্ট ডিরেক্টর-সহ বেশ কয়েকটি সংস্থার কর্তা ও আধিকারিকদের নাম।

Advertisement

জানা গিয়েছে, মম্বইয়ের নহভা শেভা বন্দরে একটি ড্রেজিং প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। নাম জড়িয়েছে, জহরলাল নেহেরু পোর্ট অফরিটির ইঞ্জিনিয়র, টাটা কনসালটেন্সি ইঞ্ডিনিয়রস-এর এক কর্তা-সহ আরও কয়েকটি বেসরকারি সংস্থার কর্তাদের বিরুদ্ধে। ৮০০ কোটি টাকার এই তছরূপের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের হয়েছে।

১৮ জুন এই ঘটনায় অভিযোগ জমা পড়ে। ওই দিনই তদন্তে নামে সিবিআই। দিল্লি ও চেন্নাইয়ের মোট পাঁচটি জায়গায় তল্লাশি চালানো হয়। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, এই অভিযানে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে।

সিবিআইয়ের তথ্য অনুসারে, মুম্বই ও চেন্নাইয়ের ড্রেজিং ফার্মকে এই কাজের বরাত দেওয়া হয়েছিল। টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স (টিসিই) এই কাজের পরামর্শদাতা হিসাবে কাজ করেছিল। ২০১০ সালে এই বন্দরের ড্রেজিং নিয়ে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের আওতায় রিপোর্ট জমা করেছিল টাটা গোষ্ঠীর TCE। এরপরই এই প্রকল্পের সঙ্গে জুড়ে যায় টাটা গোষ্ঠীর নাম। আরপ এবার সেই প্রকল্পের দুর্নীতিতেও জড়িয়ে গেল টাটার নাম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement