Advertisement
Advertisement

এবার আবশ্যিক সিবিএসই’র দশম শ্রেণির বোর্ড পরীক্ষা

সিবিএসই বোর্ডের সর্বোচ্চ সিান্ত নিয়ামক সংস্থার সদস্য জ্যোতি অরোরা জানান, প্রতিটি রাজ্যের পক্ষ থেকেও সমর্থন মিলেছে৷

CBSE Class X Board exams will return from March 2018
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 21, 2016 9:48 am
  • Updated:December 21, 2016 9:48 am

স্টাফ রিপোর্টার: দশম শ্রেণির মূল্যায়ন প্রক্রিয়া বাধ্যতামূলক করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) বোর্ড৷ দীর্ঘ সাত বছর পর দশম শ্রেণির এই পরীক্ষা বাধ্যতামূলক হতে চলেছে৷ ২০১৮ সাল থেকে ফের কার্যকর হবে এই নয়া নিয়ম৷

মঙ্গলবার বোর্ডের সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ামক কমিটির পক্ষ থেকে এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়৷ ২০১৮ সালের মার্চ মাসে দশম শ্রেণির এই পরীক্ষা হবে৷ লিখিত পরীক্ষার জন্য ধার্য থাকছে ৮০ শতাংশ নম্বর৷ বাকি ক্লাসের অভ্যন্তরীণ মূল্যায়নে বরাদ্দ ২০ শতাংশ নম্বর৷ দশম শ্রেণি পর্যন্ত থাকছে তিনটি আবশ্যিক ভাষা বিষয়৷ অন্যান্য যে কোনও বিদেশি ভাষা চতুর্থ ভাষা হিসাবে নেওয়া যাবে৷ কিন্তু তা হবে ঐচ্ছিক৷

Advertisement

২০০৯ সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইন চালু করে৷ নয়া আইন অনুযায়ী পড়ুয়াদের উপর মানসিক চাপ কমাতে ৬-১৪ বছর বয়সিদের আর কোনও চূড়ান্ত পরীক্ষায় বসতে হবে না৷ সারা বছরের সার্বিক পড়াশোনার উপর ভিত্তি করে সবাইকে সুযোগ দেওয়া হবে নতুন ক্লাসে ওঠার৷ চালু হয় সার্বিক ও নিরবচ্ছিন্ন মূল্যায়ন প্রক্রিয়া৷ কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, দেশের সর্বত্র প্রথম থেকে অষ্টম শ্রেণিতে ‘নো ডিটেনশন’ নীতি কার্যকর হয়৷ সেই ধারা বজায় রেখে ২০১১ সালে সিবিএসই বোর্ড দশম শ্রেণিতে পাস-ফেল তুলে দেয়৷ কেন্দ্রে সরকার বদলের পর ফের ওই ঐচ্ছিক পরীক্ষা ফিরিয়ে আনার পক্ষে সওয়াল ওঠে৷ বোর্ডের সমীক্ষার পর তা ফিরিয়ে আনার সিদ্ধান্ত গৃহীত হয়৷ সিবিএসই বোর্ডের চেয়ারম্যান আর কে চতুর্বেদী জানান, দেশের সমস্ত স্কুলে দ্রুত এ সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হবে৷ স্কুলগুলিকে বলা হচ্ছে, যাতে ২০১৮ সাল থেকেই ফের দশমের পরীক্ষাব্যবস্থা ফিরিয়ে আনা হয়৷ পরীক্ষায় ধার্য মোট নম্বরের ভাগও উল্লেখ থাকবে নির্দেশিকায়৷ সিবিএসই বোর্ডের সর্বোচ্চ সিান্ত নিয়ামক সংস্থার সদস্য জ্যোতি অরোরা জানান, প্রতিটি রাজ্যের পক্ষ থেকেও সমর্থন মিলেছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ