Advertisement
Advertisement

Breaking News

উমর খালিদকে লক্ষ্য করে গুলি, সিসিটিভিতে ধরা পড়ল সন্দেহভাজনের ছবি

অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

CCTV captures suspect who fired at Umar Khalid
Published by: Shammi Ara Huda
  • Posted:August 14, 2018 10:55 am
  • Updated:August 14, 2018 10:55 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কসৌজন্যে নজরদারি ক্যামেরা। প্রকাশ্যে এল উমর খালিদকে বন্দুকের নিশানায় রাখা সন্দেহভাজনের ছবি। রাজধানীর বিঠ্ঠলভাই প্যাটেল রোডের নজরদারি ক্যামেরাতেই সন্দেহভাজনকে পালাতে দেখা গিয়েছে। কনস্টিটিউশন ক্লাবে দাঁড়িয়ে শূন্যে গুলি ছুঁড়ছিল অভিযুক্ত। অভিযোগ, সে একসময় জেএনইউ-র ছাত্র উমর খালিদের উপরে ঝাঁপিয়ে পড়েন। তারপরেই তাঁকে ধাক্কা মেরে গুলি ছুঁড়তে শুরু করে। সেই সময় কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠান চলছিল। গুলির শব্দে এলাকায় ভিড় জমে যায়। ততক্ষণে এলাকা ছেড়ে পালায় অভিযুক্ত।

[শিশুদের সুস্থ রাখতে গরম লোহার ছেঁকা, আজব প্রথা কোরাপুটে]

উমর খালিদকে গুলির চেষ্টায় ততক্ষণে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। কে বা কারা কেন তাঁকে গুলি করতে এল তা এখনও স্পষ্ট নয়। এবিষয়ে নির্দিষ্ট কোনও তথ্যই দিতে পারেননি উমর খালিদ। ডিসিপি মধুর বর্মা জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি আচমকাই ওই ছাত্রের উপরে ঝাঁপিয়ে পড়ে। তাঁকে ধাক্কা মেরে নিশানা করলেও। উমরের দিকে গুলি ছোঁড়েনি অভিযুক্ত। শেষপর্যন্ত উপস্থিত জনতার কবল থেকে পালাতে শূণ্যে গুলি ছুঁড়তে শুরু করে। পালানোর সময়ই ঘটনাস্থলে বন্দুকটি ফেলে যায় অভিযুক্ত। সেটি উদ্ধার করেছে পুলিশ। সোমবার ঘটনা ঘটার ঠিক একদিনের মাথায় সিসিটিভি ফুটেজে সন্দেহভাজনকে চিহ্নিত করা গিয়েছে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

[কাঁওর যাত্রার ‘শাস্তি’, মসজিদের মধ্যে পেটানো হল মুসলিম যুবককে]

উল্লেখ্য, সোমবার রাজধানীর কনস্টিটিউশন ক্লাবে ইউনাইটেড এগেনস্ট হেট নামের একটি সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের বিষয় ছিল ‘খউফ সে আজাদি’। সেখানেই আমন্ত্রিত ছিলেন জেএনইউ-র ছাত্র উমর খালিদ। ওই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই আক্রমণকারীর নিশানায় পড়ে যান উমর। ইতিমধ্যেই সন্দেহভাজনের ছবি পাওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ। শুরু হয়েছে তল্লাশি।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ