Advertisement
Advertisement

Breaking News

international flights

দু’বছর পর স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা, বদলে গেল বহু নিয়ম

জেনে নিন নতুন নিয়ম।

Centre eases Covid rules as international flights will resume 27 March
Published by: Paramita Paul
  • Posted:March 26, 2022 7:32 pm
  • Updated:March 26, 2022 7:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে দেশ। নিম্নমুখী কোভিডগ্রাফ। তাই দু’বছর পর রবিবার থেকে চালু হচ্ছে নিয়মিত আন্তর্জাতিক বিমান পরিষেবা (International Passengers Flight)। বদলে গিয়েছে বিমানের অন্দরের নিয়মকানুনও। তাই বিদেশে বিমানযাত্রার আগে একনজরে দেখে নিন সেই নিয়ম।

অসামরিক বিমানমন্ত্রক জারি করা বিজ্ঞপ্তি বলছে,

Advertisement
  • বিমানকর্মীদের পিপিই (PPE) পরা আর বাধ্যতামূলক নয়।
  • বিমানে ওঠার আগে প্রয়োজনমতো যাত্রীদের সম্পূর্ণ চেকআপ করা যাবে। এতদিন সেটা বন্ধ ছিল।
  • চিকিৎসা ক্ষেত্রে জরুরি পরিস্থিতির জন্য বিমানে আর তিনটি আসন ফাঁকা রাখার প্রয়োজন নেই।
  • তবে বিমান যাত্রীদের জন্য ফেসমাস্ক, স্যানিটাইজার, এন-৯৫ মাস্ক বাধ্যতামূলক।
  • বিমান কর্তৃপক্ষকেও অতিরিক্ত এন-৯৫ মাস্ক, স্যানিটাইজার নিয়ে যেতে হবে।

[আরও পড়ুন: পরা যাবে না ছেঁড়া জিনস, কলকাতার কলেজের নয়া পোশাক ফতোয়া নিয়ে তুঙ্গে বিতর্ক!]

২০২০ সালের ২৩ মার্চ থেকেই ভারতের সঙ্গে বিদেশের বিমান যোগাযোগ বন্ধ ছিল। করোনা যুদ্ধে অনেকটা এগিয়ে যাওয়ার পর যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেশ কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’ চুক্তির (Air Bubble) মাধ্যমে সীমিত সংখ্যক বিমান চলাচল শুরু হয়। ৪৫টি দেশের সঙ্গে এয়ার বাবল চুক্তিতে আবদ্ধ হয় ভারত। মাঝে আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্বাভাবিক হতে পারে বলে জানা গিয়েছিল। কিন্তু ওমিক্রনের দাপটে তা পিছিয়ে যায়। অবশেষে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার ঘোষণা করল কেন্দ্র।

Advertisement

চলতি বছরের ১৯ জানুয়ারিতে একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ওই নির্দেশিকায় জানানো হয়েছিল, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা। এরপরই কেন্দ্রের এক নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছিল, পরিস্থিতি এখনই স্বাভাবিক হচ্ছে না। অবশেষে কয়েক দিনের মধ্যেই সুখবর মেলে।

[আরও পড়ুন: স্বামীকে গাছে বেঁধে চোখের সামনে মহিলাকে গণধর্ষণ, দাঁড়িয়ে দেখল বাকিরা, চাঞ্চল্য যোগীরাজ্যে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ