BREAKING NEWS

১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

স্বামীকে গাছে বেঁধে চোখের সামনে মহিলাকে গণধর্ষণ, দাঁড়িয়ে দেখল বাকিরা, চাঞ্চল্য যোগীরাজ্যে

Published by: Sulaya Singha |    Posted: March 26, 2022 4:56 pm|    Updated: March 26, 2022 4:56 pm

Woman gang-raped in Uttar Pradesh's Muzaffarnagar, 10 arrested | Sangbad Pratidin

ছবি প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাছে বাঁধা স্বামী। তাঁর সামনেই নিজেদের যৌন চাহিদা মেটাল চারজন। আর সেই দৃশ্য দাঁড়িয়ে দেখল আরও ছ’জন। উত্তরপ্রদেশের এমনই নৃশংস গণধর্ষণের খবর উঠে এল শিরোনামে। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে রয়েছে দু’জন নাবালকও।

ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজাফ্ফরনগর জেলার নাই মান্ডি থানা এলাকার। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে স্ত্রীকে বাপের বাড়ি থেকে নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। কিন্তু বাড়ি ফেরার আগেই দুষ্কৃতীদের পাল্লায় পড়েন ওই দম্পতি। অভিযোগ, বাইকে চেপে দশজন তাঁদের ধাওয়া করে। বেশ খানিকটা আসার পর দম্পতির রাস্তা আটকায় তারা। স্বামী ও স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাওয়া হয় রাস্তার ধারের আম বাগানে। সেখানেই একটি গাছে অভিযুক্তরা বেঁধে ফেলে ওই ব্যক্তিকে। এরপর কার্যত তাঁর সামনেই মহিলাকে চারজন মিলে ধর্ষণ (Gang Rape) করে বলে অভিযোগ। বাকি ছ’জন সেই দৃশ্য আবার দাঁড়িয়ে ‘উপভোগ’ করে।

[আরও পড়ুন: পরা যাবে না ছেঁড়া জিনস, কলকাতার কলেজের নয়া পোশাক ফতোয়া নিয়ে তুঙ্গে বিতর্ক!]

গণধর্ষণের পর দম্পতিকে মুখ বন্ধ রাখতে বলে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। তারপর স্বামীর হাতের দড়ি খুলে তাঁকে উদ্ধার করে কোনওক্রমে নিজেদের গ্রামে ফেরেন ওই মহিলা। গত বুধবার পুলিশের দ্বারস্থ হন ওই দম্পতি। অভিযোগ দায়েরের পর মহিলাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপরই তদন্তে নেমে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করা হচ্ছে।

পুলিশ জানাচ্ছে, অভিযুক্ত দশজন একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল। তারা সকলেই মদ্যপ অবস্থায় ছিল। তাদের মধ্যেই চারজনের বিরুদ্ধে উঠেছে গণধর্ষণের অভিযোগ। বাকি ছ’জন দাঁড়িয়ে ওই ঘটনা দেখে। স্বামী-স্ত্রীর হাজার আর্তি সত্ত্বেও নারকীয় কাণ্ড থামায়নি তারা। যোগীরাজ্যের ফের এমন ঘটনা নতুন করে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।

[আরও পড়ুন: ‘এত ভালবেসে গেয়েছিলেন’, দলবদলের পরেও অগ্নিমিত্রার ভোটপ্রচারে হিট বাবুলের গান]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে