BREAKING NEWS

১০ চৈত্র  ১৪২৯  শনিবার ২৫ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

ভারতীয় সংস্কৃতিতে গ্রহণযোগ্য নয়, সুপ্রিম কোর্টে সমকামী বিয়ের বিরোধিতা কেন্দ্রের

Published by: Kishore Ghosh |    Posted: March 12, 2023 3:56 pm|    Updated: March 12, 2023 3:58 pm

Centre Opposes Marriage in same gender and say

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে (Supreme Court) সমলিঙ্গ বিবাহ আইনের (Same Sex Marriage Law) বিরোধিতা করল কেন্দ্র। হলফনামা দিয়ে জানাল, “ভারতীয় পারিবারিক সম্পর্কের সঙ্গে তুলনা চলে না সমকামী সম্পর্ককে। ভারতীয় পরিবারের ধারণা হল স্বামী, স্ত্রী এবং তাঁদের সন্তান।” হলফনামায় স্পষ্ট করা হয়েছে, “সামাজিক কারণে” সমলিঙ্গ বিবাহের বিরোধিতা করা হচ্ছে কেন্দ্রের তরফে। আরও জানানো হয়, সমকামী সম্পর্ককে আইনি বৈধতা দেওয়ার মানে এই নয় যে সমলিঙ্গের বৈবাহিক সম্পর্ককেও বৈধতা দিতে হবে।

সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেখানে এদিনের শুনানিতে সমলিঙ্গে বিবাহের দাবিতে দায়ের করা এই আবেদন খারিজ করার দাবি জানাল কেন্দ্রীয় সরকার। যুক্তি হিসেবে ভারতীয় পারিবারিক সম্পর্কের উদাহরণ দেওয়া হয়। কেন্দ্রের তরফে আরও দাবি করা হয়েছে, সমলিঙ্গের বিবাহ বৈধ হলে সাধারণ বিবাহ আইনের শর্ত লঙ্ঘিত হবে। বিঘ্নিত হবে বিবাহের সামাজিক, সাংস্কৃতিক এবং আইনগত এতদিনের ধারণা। যা কখনই উচিত নয়।

[আরও পড়ুন: বিমানে বসেই ধূমপান! বাধা দেওয়ায় কর্মীদের সঙ্গে বচসা যাত্রীর, তারপর…]

উল্লেখ্য, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ঐতিহাসিক রায় দিয়েছিল শীর্ষ আদালত। সমকামী সম্পর্ক অপরাধ নয়, ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। ব্রিটিশ জমানার বহু পুরোনো আইনকে প্রত্যাহার করে পাঁচ সদস্যের বিচারপতিদের বেঞ্চ জানিয়েছিল, ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার আওতায় দু’জনের পূর্ণ সম্মতিতে সমকাম সম্পর্ক অপরাধ নয়। তবে সমকামী সম্পর্ক বৈধ হলেও সমলিঙ্গ বিয়ে এখনও আইনি বৈধতা পায়নি ভারতে। দাবি উঠেছে বিশেষ বিবাহ আইনের আওতায় সমকামী বিবাহকে আইনি স্বীকৃতি দিতে হবে। পিটিশন জমা পড়েছে দিল্লি, গুজরাট এবং কেরল হাই কোর্টে।

[আরও পড়ুন: বিয়ের প্রস্তাবে ‘না’, যুবতীকে খুন করে দেহ খণ্ড খণ্ড করে পুঁতে দিল অভিযুক্ত!]

বিভিন্ন আদালতের মামলা একত্রে করে সমলিঙ্গের বিবাহ আইনের দাবি সংক্রান্ত শুনানি চলছে সুপ্রিম কোর্টে। এই নিয়ে কেন্দ্রের মনোভাব জানতে চেয়েছিল সর্বোচ্চ আদালত। এদিন হলফনামা জমা দিয়ে সেকথাই জানাল কেন্দ্র। সামাজিক কারণ দেখিয়ে সমলিঙ্গ বিবাহের বিরোধিতা করা হল।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে