Advertisement
Advertisement

Breaking News

রাফালে মামলায় নয়া মোড়, সুপ্রিম কোর্টকে যুদ্ধবিমানের দাম জানাল কেন্দ্র

কত কোটিতে রাফালে যুদ্ধবিমান কিনেছে কেন্দ্র?

Centre Submits Rafale Pricing Details In Sealed Cover To Supreme Court
Published by: Kumaresh Halder
  • Posted:November 12, 2018 7:21 pm
  • Updated:November 12, 2018 7:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর অবশেষে সুপ্রিম কোর্টে রাফালে যুদ্ধবিমানের দাম জানাল কেন্দ্র৷ সোমবার দুপুরে মুখবন্ধ খামে যুদ্ধবিমানের দাম সংক্রান্ত রিপোর্ট জমা পড়ে আদালতে৷ গত বুধবার কেন্দ্রকে বিমানের দাম জানিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত৷ আদালতের নির্দেশ মেনে এদিন কেন্দ্রের তরফে ৩৬টি যুদ্ধবিমানের দাম প্রকাশ করা হয়৷ আদালত সূত্রে খবর, রিপোর্ট প্রকাশ করে ৩৬টি বিমানের জন্য কেন্দ্র ৫৯ হাজার কোটি টাকা খরচ করেছে বলে দাবি জানানো হয়েছে৷

[অযোধ্যা মামলার অগ্রিম শুনানিতে ‘না’, সুপ্রিম নির্দেশে মুখ পুড়ল হিন্দু মহাসভার]

যদিও,শুরু থেকেই রাফালে যুদ্ধবিমানের দাম না জানানোর বিষয়ে কোমর বাঁধে কেন্দ্র৷ জাতীয় নিরাপত্তার স্বার্থে ফরাসি কোম্পানি দাসাল্ট অ্যাভিয়েশন থেকে ৩৬টি রাফালে যুদ্ধবিমান কেনার চুক্তি প্রকাশ করা হবে না বলেও কেন্দ্রের তরফে একাধিকবার দাবি জাননো হয়৷ এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ রাফালে যুদ্ধবিমান মোদি সরকারের দুর্নীতি প্রমাণে সংসদ থেকে জনসভায় সরব হতে দেখা যায়া সনিয়া-পুত্রকে৷ রাফালে দুর্নীতির তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা৷ সোমবার, ছিল ওই মামলার শুনানি৷ কেন্দ্রের জমা দেওয়া রিপোর্ট খতিয়ে দেখার পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হবে বলে আদালত সূত্রে খবর৷   

Advertisement

[ছত্তিশগড়ে প্রথম দফার ভোটে মাওবাদী হামলা, আহত ২ কোবরা জওয়ান]

Advertisement

সুপ্রিম কোর্টে রাফালে যুদ্ধবিমানের দাম জানাবে না, এই মর্মে শীর্ষ আদালতে একটি অ্যাফিডেভিট দাখিলও করে কেন্দ্র৷ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর এজলাসে দাম না প্রকাশের জন্য একাধিক যুক্তিও তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল৷ রাফালের মূল্য সংক্রান্ত চুক্তিপত্রের পাশাপাশি অনিল আম্বানির সংস্থার সঙ্গে কিসের ভিত্তিতে চুক্তি করা হল তাও জানতেও চাওয়া হয় আদালতের তরফে৷

[অপসারিত অলোক ভার্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জমা পড়ল তদন্ত রিপোর্ট]

উল্লেখ্য, ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ২০১৬ সালে ভারত ও ফ্রান্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই ৩৬টি বিমানের জন্য ভারতকে খরচ করতে হচ্ছে প্রায় ৫৮ হাজার কোটি টাকা। ২০১৯-এর সেপ্টেম্বর থেকে ফ্রান্সের কাছ থেকে এই বিমান পেতে শুরু করবে ভারত। ২০২২-এ সবক’টি বিমান দেওয়ার কাজ শেষ হবে৷ বিরোধীদের অভিযোগ, ইউপিএ সরকারের আলোচনা অনুযায়ী এক একটি রাফালের দাম পড়ছিল ৫২৬ কোটি টাকা (৮০.৯৫মিলিয়ন মার্কিন ডলার)৷ আর এখন মোদি সরকার এক একটি রাফালে কিনছে ১,৫৭০.৮০কোটি টাকায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ