সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অন্নদাতাদের দৃঢ়তার সামনে নতিস্বীকার করতে বাধ্য হল কেন্দ্র। পাঞ্জাবের বিক্ষোভরত কৃষকদের সঙ্গে আলোচনার প্রস্তাব নিয়ে তাঁদের কাছে গেলেন কেন্দ্রের এক প্রতিনিধি দল। সূত্রের খবর, কেন্দ্রের সেই প্রস্তাবে রাজি কৃষকরাও। সব ঠিক থাকলে অচলাবস্থা কাটাতে আগামী ১৪ ফেব্রুয়ারি বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক হতে চলেছে কেন্দ্রের।
ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধি, কৃষিঋণ মকুব, পেনশন চালু করা-সহ কেন্দ্র সরকারের কাছে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের অন্নদাতারা। চাপ বাড়াতে গত ২৬ নভেম্বর থেকে আমরণ অনশন করছেন কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল। দেড় মাস পেরিয়েও অনশনে অনড় তিনি। খানাউরি সীমানায় তাঁর সমর্থনে ট্রাক্টর, ট্রলি, লরি নিয়ে এসে ভিড় করেছেন হাজার হাজার কৃষক।
ওই কৃষকদের সঙ্গে শুরুতে আলোচনায় বসতেও রাজি ছিল না কেন্দ্র। এমনকী সুপ্রিম কোর্টও এ নিয়ে কেন্দ্রকে তিরস্কার করে। শীর্ষ আদালত প্রশ্ন তুলে দেয়, কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে সমস্যাটা কোথায়? এদিকে আন্দোলনের তীব্রতাও বাড়ছিল। অবশেষে শনিবার খানাউরি সীমানায় ভারতের বন পরিষেবা আধিকারিক তথা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যুগ্মসচিব প্রিয় রঞ্জনের নেতৃত্বে কেন্দ্রের একটি দল কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখানে অনশনরত কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়ালের সঙ্গে দেখা করে বৈঠকের প্রস্তাব দেন তিনি। অচলাবস্থা কাটাতে কেন্দ্রের তরফে আগ্রহ দেখানো হয়। কৃষকরাও বৈঠকে যেতে আগ্রহী বলে খবর।
কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পর কৃষক নেতা দাল্লেওয়ালও সরকারি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে রাজি হয়েছেন। লাগাতার অনশন চালিয়ে যাওয়ায় তাঁর স্নায়ুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওজন কমে গিয়েছে অনেকটা। এর আগে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, পাঞ্জাব সরকারকে ওই কৃষকনেতার সঙ্গে কথা বলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হবে। যদিও দাল্লেওয়াল হাসপাতালে যেতে নারাজ। তবে কেন্দ্র আলোচনায় রাজি হওয়ার পর চিকিৎসা নিতে রাজি হয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.