Advertisement
Advertisement

Breaking News

তৃতীয়বারও কন্যাসন্তান, চার বছরের শিশুর যৌনাঙ্গ পোড়াল ঠাকুমা

কেন আজও এই বর্বরতা?

Chandigarh: Woman burns private parts of granddaughter
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 24, 2017 12:50 pm
  • Updated:July 24, 2017 12:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কন্যা সন্তান হিসেবে জন্ম নিয়েছে, এই ছিল তার অপরাধ৷ এর জন্যই নির্মম শাস্তি পেতে হল চার বছরের মেয়েটাকে৷ যৌনাঙ্গে দেওয়া হল গরম চিমটের ছ্যাঁকা৷ আর এই অমানবিক কাজটি করল তারই ঠাকুমা৷ ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ে৷ অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে শিশুটিকে৷

[পাঠ্যবইয়ে অপ্রয়োজনীয় রবীন্দ্র রচনাবলী, বাতিলের সুপারিশ RSS-এর ]

Advertisement

অভিযুক্তর নাম কমলা৷ নিজের এই কাজের জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই ৫৫ বছরের ওই প্রৌঢ়ার৷ জানা গিয়েছে, পুত্রবধূর তৃতীয় সন্তানও কন্যা হওয়ার বেজায় ক্ষিপ্ত ছিল সে৷ শিশুর জন্মের পর থেকেই তার উপর নানা অত্যাচার চালাত৷ এর আগেও একবার শিশুকন্যাকে মারার চেষ্টা করেছিল কমলা৷ কিন্তু প্রাণে বেঁচে যায় একরত্তি৷ সে সময়ও পুলিশে নালিশ করা হয়েছিল৷ কিন্তু পুলিশ তাকে হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দেয়৷ এরপরও শোধরায়নি কমলা৷ সম্প্রতি নিষ্ঠুরতার সমস্ত সীমা পেরিয়ে যায় সে৷ একরত্তি শিশুর যৌনাঙ্গে চিমটে দিয়ে ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দেয় সে৷

Advertisement

[সংসদে সুষমার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনছে কংগ্রেস]

কিন্তু এতকিছুর পরও শিশুর মা শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে নারাজ ছিলেন৷ আতঙ্কে পুলিশের সামনেও মুখ খোলেননি তিনি৷ আহত শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে এক স্বেচ্ছাসেবী সংগঠনকে খবর দেওয়া হয়৷ সেই স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়৷ শিরসা জেলার মউজুখেরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কমলা নামের ওই মহিলাকে৷ শিশু সুরক্ষা আইনের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়ার পরও নিজের কাজের জন্য কোনও অনুশোচনা নেই ওই মহিলার। বরং নিজের মেয়ে এবং অন্য পুত্রবধূদের ছেলে সন্তানের জন্ম দেওয়া নিয়ে বেশ গর্বিত সে। আর নিজের এই পুত্রবধূর পরপর কন্যাসন্তানের জন্ম দেওয়া নিয়ে বেশ ক্ষিপ্ত। এ নিয়ে জেলে বসেও একরত্তি শিশুর প্রতি ক্ষোভ উগরে দিয়েছে সে। মহিলার উপযুক্ত শাস্তির আবেদন জানানো হয়েছে অভিযোগকারী স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে।

[নিঠারি কাণ্ডে ফাঁসির সাজা কোহলি, পান্ধেরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ