Advertisement
Advertisement
Dog

এক ঘণ্টায় ২৯ জনকে কামড়! জলাতঙ্ক ছড়িয়ে ‘গণপ্রহারে’ মৃত কুকুর

আক্রান্তদের মধ্যে ১০ জন শিশু।

Chennai Dog Killed By Locals After Biting 29 People | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 25, 2023 2:50 pm
  • Updated:November 25, 2023 3:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই (Chennai) শহরের রোয়াপুরম এলাকায় আচমকা ত্রাস হয়ে উঠেছিল সে। এক ঘণ্টার মধ্যে কামড়ায় ২৯ জনকে। পরীক্ষায় সকলের শরীরেই মেলে জলাতঙ্কের জীবাণু। আতঙ্ক ছড়ায় গোটা চত্বরে। এর পর শনিবার ‘আত্মরক্ষা’র তাগিদে কুকুরটিকে (Dog) হত্যা করল স্থানীয় জনতা। দূর থেকে পাথর ছুড়ে কুকুরটিকে হত্যা করা হয় বলে জানা গিয়েছে।

স্থানীয় পৌরকর্মীরা জানিয়েছেন, মাদ্রাজ ভেটারনারি কলেজে কুকুরটির ময়নাতদন্ত হয়েছে। মৃত সারমেয়র লালায় জলাতঙ্কের জীবাণু মিলেছে, জানিয়েছেন চিকিৎসক। কুকুরের কামড়ের শিকারদের মধ্যে ১০ জন স্কুল ছাত্র। বেশ কয়েক জেনের প্রবীণের উপরেও হামলা হয়। তারা পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন। কামড়ে ২৪ জনের শরীরে গভীর ক্ষত তৈরি হয়েছে।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: লজ্জায় মুখ ঢাকছে বাণিজ্য নগরী! মুম্বইয়ে দশ বছরে ধর্ষণ বেড়েছে ১৩০ শতাংশ]

আহতদের তড়িঘড়ি স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অ্যান্টি-ব়্যাবিস ইঞ্জেকশন দেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, আরও চারটি ইঞ্জেকশন নিলে বিপদমুক্ত হবেন আক্রান্তরা। গ্রেটার চেন্নাই পৌরসভার আধিকারিক জে রাধাকৃষ্ণণন জানিয়েছেন, ক্ষেপা কুকুরের ঘটনার পর ৫২টি পথ কুকুরকে খাঁচাবন্দি করা হয়েছে।

 

[আরও পড়ুন: ওড়িশা থেকে উদ্ধার বাংলার নিখোঁজ কলেজ ছাত্রের দেহ, সন্তানহারা আরামবাগের পরিবার

রাধাকৃষ্ণণন আরও বলেন, “সোমবার ২৭ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ কুকুর শুমারি শুরু করছি আমরা। সমস্ত কুকুরকে টিকা দেওয়া হচ্ছে। প্রতি বছর ১৫,০০০-১৭,০০০ বন্ধ্যাকরণ হয় কুকুরের। রায়পুরমে ২৯ জনকে ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়েছে।” এদিকে ঘটনায় গোটা চেন্নাই শহর আতঙ্কিত হওয়ায় মুখ খুলেছেন তামিননাড়ুর (Tamil Nadu) স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণিয়ন। তিনি আশ্বস্ত করেন, গোটা শহরের কুকুরের জীবাণু পরীক্ষা হবে। বিপজ্জনক পথ কুকুরগুলিকে খাঁচাবন্দি কর হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ