Advertisement
Advertisement

মানসিক অসুস্থতার জেরেই চার জওয়ানের প্রাণ নেন বলবীর, দাবি পরিবারের

সিআইএফএফ-এর তরফে বলা হয়েছে, তাঁর মানসিক অসুস্থতার বিষয়ে তারা অবগত ছিল না৷

CISF jawan who killed 4 was mentally unstable, claims family
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 14, 2017 11:15 am
  • Updated:January 4, 2020 4:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বিহারের ঔরঙ্গাবাদ জেলায় ৪ সিআইএফএফ জওয়ানকে হত্যা করেন তাঁদেরই সহকর্মী বলবীর সিং৷ পরিবারের তরফে জানানো হয়েছে, ৩২ বছরের বলবীর মানসিকভাবে অসুস্থ ছিলেন৷ বেশ কয়েকদিন ধরে মনবিদের কাছে তাঁর চিকিৎসা চলছিল তাঁর৷ তার জেরেই প্রাণ হারালেন চার জওয়ান৷

(পাকিস্তানকে জল না দিলে রক্ত বন্যা বইবে, মোদিকে হুমকি হাফিজের)

বৃহস্পতিবার চার সেন্ট্রাল ইনডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের জওয়ানকে নিজের বন্দুক দিয়ে গুলি করে হত্যা করেন বলবীর বলে খবর৷ প্রাণ হারান দুই হেড কনস্টেবল বাচা শর্মা ও অমরনাথ মিশ্র, অসিসট্যান্ট সাব ইন্সপেক্টর জিএস রাম এবং হবলদার অরবিন্দ রাম৷ জওয়ানের মা জানাচ্ছেন, ২০১০ সাল থেকেই মানসিকভাবে অসুস্থ হতে শুরু করেছিলেন তাঁর ছেলে৷ বন্ধু থেকে আত্মীয় সকলেই জানত সে কথা৷ সিআইএফএফ-কেও ছেলের শারীরিক অবস্থার কথা জানানো হয়েছিল৷ এবং তাঁর হাতে কোনও অস্ত্র না দেওয়ার অনুরোধও করেছিল পরিবার৷ বলবীরের ভাই জানান, “সিআইএফএফ-এর কাছে অনুরোধ জানিয়েছিলাম যাতে ওর চিকিৎসার জন্য ছুটি দেওয়া হয়৷ ওর কাছে অস্ত্র না থাকলে এমন ঘটনা ঘটত না৷” তবে সিআইএফএফ-এর তরফে বলা হয়েছে, তাঁর মানসিক অসুস্থতার বিষয়ে তারা অবগত ছিল না৷ এমন কোনও রিপোর্ট তাদের কাছে জমা পড়েনি৷

Advertisement

(তেজ বাহাদুর কাণ্ডে প্রধানমন্ত্রীর দপ্তরে রিপোর্ট জমা স্বরাষ্ট্রমন্ত্রকের)

এই প্রথমবার নয়৷ জানা গিয়েছে, এর আগে ২০১১ সালেও বোকারোতে মেজাজ হারিয়ে গাড়ির চালককে গলা টিপে খুনের চেষ্টা করেছিলেন বলবীর৷ জওয়ানের দাদার উপস্থিতিতে সেই যাত্রায় বেঁচে যান চালক৷ ২০১৩-তে আবার বন্দুকের বাট দিয়ে স্ত্রীর মাথা ফাটিয়ে দিয়েছিলেন বলবীর৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ