Advertisement
Advertisement

বিমানবন্দরে অনুপ্রবেশ রুখতে ‘ড্রোনরোধী’ সিস্টেম তৈরির সিদ্ধান্ত কেন্দ্রের

নিরাপত্তার লৌহবেষ্টনীতে ঢাকছে বিমানবন্দর।

CISF to acquire system to thwart drone infiltration
Published by: Tanujit Das
  • Posted:October 12, 2018 4:40 pm
  • Updated:October 12, 2018 4:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক বছরে একাধিকবার দেশের বিমানবন্দরগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ আশপাশে উড়তে দেখা গিয়েছে মানববিহীন যান বা ড্রোনকে৷ যা চিন্তার ভাঁজ ফেলেছে বিমানবন্দরগুলির নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর কপালে৷ এমত পরিস্থিতিতে, এয়ারপোর্টগুলির নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়েছে কেন্দ্র৷ সূত্রের খবর, অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত ‘ইন্টিগ্রেটেড কাউন্টার ড্রোন ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রতিটি বিমানবন্দরে বসানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি৷

[পুজোয় সরকারি অনুদান মামলায় সুপ্রিম কোর্টেও জয় রাজ্যের]

Advertisement

জানা গিয়েছে, ইজরায়েল, ফ্রান্স, ব্রিটেন ও মার্কিন মুলুকের বিমানবন্দরগুলিতে সাধারণত এই উন্নত প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে৷ যা, বিমানবন্দরগুলির আশপাশে নির্দিষ্ট সীমানার মধ্যে ড্রোনজাতীয় কোনও যানের প্রবেশকে প্রতিরোধ করে৷ কেমন ভাবে কাজ করবে এই সিস্টেম? বিশেষজ্ঞরা জানাচ্ছে, অ্যান্টি-ইউএভি সিস্টেম দ্বারা প্রথমে মানববিহীন যানগুলিকে চিহ্নিত করে এই সিস্টেম৷ এরপর সেই যানের গতিপথকে চিহ্নিত করে এবং অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা একে অকেজো করে দিতে পারে এটি৷ এই সিস্টেমের দ্বারা ছোট বড় যেকোনও সাইজের ড্রোনকে নষ্ট করা যায় বলে জানা গিয়েছে৷

Advertisement

[টেক অফের আগেই পাঁচিলে ধাক্কা বিমানের, অল্পের জন্য রক্ষা ১৩৬ যাত্রীর]

টেক বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্বয়ংক্রিয় এই সিস্টেমে রয়েছে লং-রেঞ্জ ব়্যাডার সারভেইলেন্স, রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার, দিন ও রাতে কাজ করতে পারবে এমন অত্যাধুনিক ক্যামেরা, টার্গেট ট্র্যাকিং ও ইউএভি সিস্টেম৷ এই সমস্ত কিছুর সাহায্যে বহু কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেকোনও ড্রোনের উপস্থিতি চিহ্নিত করতে সক্ষম ‘ইন্টিগ্রেটেড কাউন্টার ড্রোন ম্যানেজমেন্ট সিস্টেম’টি৷ এই বিষয়ে মুখ খুলেছেন সিআইএসএফ-এর ডিজি রাজেশ রঞ্জন৷ তিনি বলেন, ”এই সিস্টেম বিমানবন্দরের আশপাশে কোনও ড্রোন দেখতে পেলে কেবল তাকেই চিহ্নিত করতে পারবে না৷ পাশাপাশি ওই ড্রোনটি কোনও দেশের, কোনও সংস্থা তৈরি করেছে তাও চিহ্নিত করতে পারবে৷ প্রয়োজনে কোনও মানুষের সাহায্য ছাড়াই সেটিকে গুলি করে নীচে নামাতে পারবে৷” তবে এই সিস্টেম কোনও ভাবেই অন্যান্য উড়ানের যাতাযাতে বাধার সৃষ্টি করবে না বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ