Advertisement
Advertisement

Breaking News

বছরশেষের রাতে নাইটক্লাবেও নমো LIVE

পার্টিতে মজলেও অনেকের মন পড়ে থাকবে প্রধানমন্ত্রীর বক্তৃতার দিকেই৷ রাতের মুড যাতে মাঠে মারা না যায়, তাই এই ব্যবস্থা৷

Clubs, bars to telecast PM Modi's address on New Year's eve
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 30, 2016 9:26 pm
  • Updated:December 30, 2016 9:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩১-শে রাত মানেই উচ্ছ্বলতা, উদ্দামতা৷ পার্টি মুডে ভরপুর উল্লাস৷ একটা বছরের চলে যাওয়া৷ নতুন বছরকে স্বাগত জানানো৷ সন্ধিলগ্ন মাখামাখি হরিষে-বিষাদে৷ আর তা সেলিব্রেশনেই শহরের নাইটক্লাবগুলোর পরিবেশ হয়ে ওঠে মাদকতাময়৷ বিগত বছরগুলোয় এ ছবিই দেখে এসেছে তিলোত্তমা৷ তবে এবার বদল চিত্রনাট্যে৷ সৌজন্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ৩১-শে রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি৷ আর এবার তা দেখানো হবে সরাসরি নাইটক্লাবগুলোতেও৷

৮ নভেম্বর জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছিলেন আচমকা৷ অনেকেই সে সময় তা শুনে উঠতে পারেননি৷ নোট বাতিলের সিদ্ধান্ত জানতে অবিশ্যি কারও বাকি ছিল না৷ কিন্তু সেটাই সব নয়৷ কেননা প্রধানমন্ত্রীর ভাষণ মানেই বিশেষ কিছু৷ শরীরী ভাষায়, কণ্ঠের ওঠাপড়ায়, বাচনশৈলীতে বক্তৃতার এমন এক বিশেষ ঢঙ তৈরি করেছেন প্রধানমন্ত্রী যা রীতিমতো সুখশ্রাব্য৷ রাজনীতিকদের বক্তৃতার চেনা ধরনের ভিতর নিঃসন্দেহে তিনি ব্যতিক্রমী৷ আর তাই যাঁরা সে সময় মিস করেছিলেন, পরে রেকর্ড করে  সে বক্তৃতা শুনেছেন৷ তাঁর ভাষণের জনপ্রিয়তা এতখানি যে তাঁকে নিয়ে মিমিক্রিও করেছেনবহু শিল্পী৷

Advertisement

বছরশেষের রাতে ফের জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী৷ সেইসময় চালু হয়ে যাবে পার্টি৷ আলোয়-উচ্ছ্বাসে মেতে উঠবে নাইটক্লাবগুলি৷ কিন্তু তা বলে কি প্রধানমন্ত্রী ভাষণ শোনা হবে না? তার উপর যদি কোনও বিশেষ ঘোষণা থাকে৷ কুছ পরোয়া নেহি! নজিরবিহীনভাবে এবার বছরশেষের রাতে নাইটক্লাবের রাতে প্রধানমন্ত্রীর বক্তৃতা লাইভ শোনানোর পরিকল্পনা নিয়েছে নাইটক্লাব কর্তৃপক্ষ৷

Advertisement

আসলে পার্টিতে মজলেও অনেকের মন পড়ে থাকবে প্রধানমন্ত্রীর বক্তৃতার দিকেই৷  রাতের মুড যাতে মাঠে মারা না যায়, তাই এই ব্যবস্থা৷ জনপ্রিয় গানে ডিজেরাই এতদিন বছরশেষের দখল নিতেন৷ তবে এবারের বছরটা বোধহয় অন্যরকমভাবেই শেষ হচ্ছে৷ কেননা ভাষণে ভাষণে এবার নাইটক্লাবের দখলও থাকবে প্রধানমন্ত্রীর হাতেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ