Advertisement
Advertisement
Maharashtra

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছে শিণ্ডেকে! বিস্ফোরক দাবি আদিত্য ঠাকরের

আরও 'নাটক' বাকি মহারাষ্ট্রে?

'CM Shinde asked to resign', big claim amid Maharashtra crisis। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 8, 2023 5:56 pm
  • Updated:July 8, 2023 5:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে (Maharashtra) রাজনৈতিক ‘নাটক’ অব্যাহত। অজিত পওয়ার এনডিএ সরকারে যোগ দেওয়ার পর থেকে সেই নাটকের নিত্যনতুন অধ্যায় আসছে সামনে। এবার শিব সেনার (Shiv Sena) উদ্ধব শিবিরের তরফে দাবি করা হল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ নাকি ছাড়তে বলা হয়েছে একনাথ শিণ্ডেকে (Eknath Shinde)।

উদ্ধবপুত্র আদিত্য ঠাকরের দাবি, ”আমি শুনেছি মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ইস্তফা দিতে বলা হয়েছে। সরকারে বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। মহারাষ্ট্রে অত্যন্ত নিম্ন স্তরের রাজনীতি হচ্ছে। এক বছর আগে ক্ষমতার লোভে যাঁরা মন্ত্রিত্ব ছেড়েছিলেন সেই বিশ্বাসঘাতকদের এবার কী হবে? মুখ্যমন্ত্রীর আসন টলমল। আমার কাছে যা খবর, তা বলছে একনাথ শিণ্ডেকে গদি ছাড়তে হবে।”

Advertisement

[আরও পড়ুন: হরিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৮]

উল্লেখ্য, কয়েকদিন আগেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন অজিত পওয়ার। এরপর থেকেই শিণ্ডের ইস্তফার গুঞ্জন শোনা যাচ্ছে। বিরোধীদের একাংশ দাবি করেছিলেন, শিণ্ডেকে সরিয়ে অজিত পওয়ারকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। তবে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিয়েছে শিব সেনার (Shiv Sena) শিণ্ডে শিবির। কিন্তু ফের এই গুঞ্জন শোনা গেল উদ্ধব শিবিরের তরফে। এমনও শোনা গিয়েছে, বিজেপি বিধায়করাও খুশি নন অজিতের এনডিএ সরকারে যোগ দেওয়ার ঘটনায়। আর এই দাবি করেছেন খোদ দেবেন্দ্র ফড়নবিশ। সব মিলিয়ে মহারাষ্ট্রে আগামিদিনেও আরও ‘নাটক’ অপেক্ষা করে রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

Advertisement

[আরও পড়ুন: মুখে প্রস্রাব কাণ্ড: বিজেপি নেতার মুক্তির দাবিতে সরব সেই আদিবাসী যুবকই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ