Advertisement
Advertisement
Haryana

হরিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৮

দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন।

8 dead and 12 injured in bus-cruiser collision in Haryana Jind | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Kishore Ghosh
  • Posted:July 8, 2023 2:04 pm
  • Updated:July 8, 2023 2:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় (Haryana) ভয়াবহ পথ দুর্ঘটনা। বাস ও চারচাকা ক্রুজার গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। জিন্দের ভিয়ানি রোডে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন।

দুর্ঘটনার খবর পেয়েই ডিএসপি রোহতাস ধুল ঘটনাস্থল বিবিপুর গ্রামে পৌঁছান। সেখানেই ভিয়ানি রোডে বাস ও চার চাকা ক্রুজার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। যদিও প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রাই। আহতদের উদ্ধার করে জিন্দ সিভিল হাসপাতালে ভরতি করা হয়েছে। পরিস্থিতি শামাল দিতে জেলা প্রশাসনের নির্দেশে ওই হাসপাতালে অতিরিক্তি চিকিৎসক এবং চিকিৎসকর্মী কাজ করেছেন।

Advertisement

[আরও পড়ুন: কোটি টাকার মার্সিডিজ ছেড়ে অটোয় চড়ে মুম্বই ভ্রমণ, সারা যেন ঠিক পাড়ার মেয়ে, দেখুন কাণ্ড]

জিন্দ সিভিল হাসপাতালে সুপার জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। সকলেই অতিরিক্তি সময় কাজ করছেন। আপাতত মৃতদের মর্গে রাখা হয়েছে। দেহ শনাক্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের, আহত হয়েছে্ন ১২ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। 

[আরও পড়ুন: এক ঘণ্টাতেই শেষ ভোট, বন্ধ ব্যালট বাক্স! ইসলামপুরে ভোটারদের ফেরানো হল বাড়ি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement