Advertisement
Advertisement

Breaking News

Iqbal Ansari

‘আবার প্রধানমন্ত্রী হোন’, অযোধ্যা সফরে মোদিকে স্বাগত বাবরি মসজিদের মামলাকারীর

রবিবার সন্ধে ৭টা নাগাদ রামমন্দিরে পুজো দেবেন মোদি।

Iqbal Ansari welcomes PM Narendra Modi in Ayodhya
Published by: Kishore Ghosh
  • Posted:May 5, 2024 2:36 pm
  • Updated:May 5, 2024 2:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও উত্তরাখণ্ডে (Uttarakhand) জোড়া সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi)। গেরুয়া শিবিরের ভোটপ্রচারে ক্রমশ বড় হয়ে উঠছে মেরুকরণ। এই অবস্থায় ‘রামরাজ্যে’ ভোটপ্রচারে গিয়ে রামমন্দির দর্শন করবেন না, তা কি হয়? বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় রামলালার দর্শন করবেন প্রধানমন্ত্রী। এই সফরে তাঁকে স্বাগত জানালেন রাম জন্মভূমি-বাবরি মসজিদের জমি বিতর্কের মামলাকারী ইকবাল আনসারি (Iqbal Ansari)। মোদিকেই আবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে চান, তাও জানালেন আনসারি।

রবিবার সন্ধে ৭টা নাগাদ অযোধ্যার রামমন্দিরে যাবেন প্রধানমন্ত্রী মোদি। সূত্রের খবর, ঐতিহাসিক মন্দিরে রামলালার পুজো দেবেন তিনি। এর পর রোড শো হওয়ার কথা রয়েছে। মোদির এই অযোধ্যা সফরকে স্বাগত জানালেন রাম জন্মভূমি-বাবরি মসজিদের জমি বিতর্কের মামলাকারী ইকবাল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি ভাগ্যবান যে রামের শহর থেকে নির্বাচন শুরু হচ্ছে।’ তিনি আরও দাবি করেন, মোদির শাসনে বিগত ১০ বছর ভালো কেটেছে। তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমরা খুব খুশি। আমরা চাই উনি আবারও প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন।’ এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন ইকবাল।

Advertisement

 

[আরও পড়ুন: ভাষা বিভ্রাটের জের, ৩৪৭ দিন জেলবন্দি কোলের সন্তান-সহ দুই মহিলা]

রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় মুসলিম সম্প্রদায়ের তরফে মূল মামলাকারী ইকবাল। তঁকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল রাম জন্মভূমি তীর্থক্ষত্র ট্রাস্ট। মন্দির উদ্ধোধনে হাজিরও ছিলেন তিনি। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে ইকবাল ছিলেন একমাত্র সংখ্যালঘু অতিথি। মন্দির নিয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, রামমন্দির (Ram Mandir) হয়ে গিয়েছে। রামলালা প্রাণ পেয়েছেন। এবার ধর্মের নামে দাঙ্গা বন্ধ হোক। অযোধ্যার (Ayodhya) সব ধর্মের মানুষের এটাই দাবি। 

 

[আরও পড়ুন: পর পর দুই বাড়িতে চুরি, জানলার গ্রিল ভেঙে বিপুল নগদ ও প্রায় ২০ ভরি গয়না নিয়ে চম্পট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ