Advertisement
Advertisement

কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত প্রাক্তন সচিব-সহ তিন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হলেন কয়লা মন্ত্রকের প্রাক্তন সচিব এইচ সি গুপ্তা-সহ তৎকালীন দুই শীর্ষ আধিকারিক৷ দীর্ঘদিন ধরে চলা শুনানির শেষে, শুক্রবার সিবিআই-য়ের বিশেষ আদালত কয়লা খনি বণ্টনে অনিয়মের মামলায় গুপ্তা-সহ দোষী সাব্যস্ত করে কয়্লামন্ত্রকের যুগ্ম-সচিব কে এস ক্রফা ও ডিরেক্টর কে সি সামরিয়াকে৷ Advertisement [শিশু পাচারকারী সন্দেহে পিটিয়ে খুন ৬ […]

Coalgate: Ex-Coal Secretary, 3 others convicted by CBI court
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 19, 2017 9:59 am
  • Updated:May 19, 2017 9:59 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়লা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হলেন কয়লা মন্ত্রকের প্রাক্তন সচিব এইচ সি গুপ্তা-সহ তৎকালীন দুই শীর্ষ আধিকারিক৷ দীর্ঘদিন ধরে চলা শুনানির শেষে, শুক্রবার সিবিআই-য়ের বিশেষ আদালত কয়লা খনি বণ্টনে অনিয়মের মামলায় গুপ্তা-সহ দোষী সাব্যস্ত করে কয়্লামন্ত্রকের যুগ্ম-সচিব কে এস ক্রফা ও ডিরেক্টর কে সি সামরিয়াকে৷

[শিশু পাচারকারী সন্দেহে পিটিয়ে খুন ৬ ব্যক্তিকে]

Advertisement

তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে ইউপিএ সরকারের আমলে কয়লা মন্ত্রকের সচিব ছিলেন গুপ্তা৷ ২০০৮ সালে পদ থেকে অবসর গ্রহণ করেন তিনি৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, কয়লা মন্ত্রকের সচিব থাকাকালীন মধ্যপ্রদেশে পদের প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূত ভাবে একটি ব্যক্তিগত মালিকানাধীন সংস্থাকে কয়লা খনি বণ্টন করেন তিনি৷ এছাড়াও প্রায় ৪০টি খনি বেআইনিভাবে বণ্টনের অভিযোগও ছিল গুপ্তার নামে৷ এই সংক্রান্ত তাঁর নামে প্রায় ৮টি মামলা চলছে৷ উল্লেখ্য, সেই সময় কয়লামন্ত্রক ছিল প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দপ্তরের অধীনে৷ তাঁর অনুমতি ছাড়া কয়লা খনি বণ্টন কি করে হয় তা নিয়েও উঠে একাধিক প্রশ্ন৷ ওই কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ উঠে মনমোহন সিংয়ের বিরুদ্ধেও৷

Advertisement

[‘নাম থেকে মহম্মদ হটাও’, পাক নাগরিকের কটাক্ষে কী জবাব কাইফের?]

বয়স ও অসুস্থতার কারণ দেখিয়ে তাঁর  বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত একাধিক মামলাকে একটি মামলার আওতায় নিয়ে আসার আবেদন জানিয়েছিলেন এইচ সি গুপ্তা৷ তাঁর সেই আবেদন নাকচ করে দেয় আদালত৷ গতবছর, মামলার শুনানি চলাকালীন আদালতে ভেঙে পড়েন গুপ্তা৷ নিজের আর্থিক দুরবস্থার কথা জানিয়ে তিনি বলেছিলেন, মামলা চালানোর সঙ্গতি নেই তাঁর৷ তাই তিনি জেলেই থাকতে চান৷ তাঁর জামিনের প্রয়োজন নেই৷

প্রসঙ্গত, মামলা চলাকালীন গুপ্তা অভিযোগ জানিয়েছিলেন যে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অনুমতি নিয়েই কয়লা খনি বণ্টন করা হয়েছিল৷ তাই এই মামলায় তিনিও সমান অংশীদার৷ তবে তাঁর অভিযোগ উড়িয়ে দেয় সিবিআই৷ তদন্তকারী সংস্থাটি স্পষ্ট জানিয়ে দেয় যে প্রধানমন্ত্রীকে না জানিয়ে কয়লা খনি বণ্টন করা হয়েছিল৷

[করণ জোহরের ছবির অফার ফিরিয়ে দিলেন ‘বাহুবলী’ প্রভাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ