Advertisement
Advertisement

Breaking News

এই রাজ্যে বন্ধ হতে চলেছে পেপসি ও কোকাকোলার বিক্রি

বিদেশি কোম্পানির পানীয়র জন্য রাজ্যের জল খরচ হতে দিতে নারাজ তারা৷

Coca Cola, Pepsi to go off the shelves in Tamil Nadu from March 1
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 25, 2017 12:14 pm
  • Updated:January 25, 2017 12:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজারে আর মিলবে না কোকাকোলা এবং পেপসি৷ মার্চ মাসের প্রথম দিন থেকে তামিলনাড়ুর ছবিটা এমনই হতে চলেছে৷ কারণ বেশ কিছু দেশি কোম্পানি বিক্রেতাদের এই সব বিদেশি নরম পানীয় এবং জলের বোতল বিক্রি না করার আবেদন জানিয়েছে৷

(জেল পালানোর চেষ্টা ৪৯ বন্দির, প্রহৃত জেল সুপার)

বেশ কয়েক মাস ধরেই বিদেশি নরম পানীয়র বিক্রির প্রতিবাদে সরব হয়েছে এ দেশের পানীয় প্রস্তুতকারক কোম্পানিগুলি৷ তাদের দাবি, কোক, পেপসির মতো সংস্থাগুলি ভারতীয় বাজারে রমরমিয়ে ব্যবসা করছে৷ ফলে প্রতিযোগিতায় স্থানীয় কোম্পানিগুলি অনেকটাই পিছিয়ে পড়ছে৷ তাছাড়া ইতিমধ্যেই এদের মধ্যে একটি সংস্থা স্বীকার করে নিয়েছে, যে তাদের পানীয়তে ক্ষতিকারক কেমিক্যাল থাকায় তা শিশুদের জন্য একেবারেই ভাল নয়৷ তামিলনাড়ুর একটি কোম্পানির প্রেসিডেন্ট এ এম বিক্রমরাজ বলেন, “এই সব পানীয় মানুষের শরীরের ভাল করার চেয়ে বেশি ক্ষতি করে৷ আর তাই আমরা এই পানীয় বিক্রির বিরোধিতা করছি৷ এ রাজ্যের খুচরো বিক্রেতাদের কাছে কোকাকোলা এবং পেপসির ক্ষতিকর দিকটি তুলে ধরা হবে৷ এই বিষয়ে তাঁদের সতর্ক করতে ফেব্রুয়ারি মাস জুড়ে নেওয়া হবে বেশ কিছু ক্লাসও৷ যাতে বিক্রি বন্ধ করার কারণ তাঁদের কাছে স্পষ্ট হয়৷” সংস্থাগুলির আরও দাবি, স্থানীয় জল ব্যবহার করেই তৈরি করা হচ্ছে এই সব পানীয়৷ বিদেশি কোম্পানির পানীয়র জন্য রাজ্যের জল খরচ হতে দিতে নারাজ তারা৷

Advertisement

(পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে হাইড্রোজেন বোমা তৈরি করেছিলেন রাজীব গান্ধী)

তামিলনাড়ুতে জাল্লিকাট্টু বন্ধের প্রতিবাদ এখনও অব্যাহত৷ সেই মঞ্চ থেকেও সাধারণ মানুষকে দেশি পানীয় কেনার আহ্বান জানানো হয়েছে৷ এমনকী রাজ্যের হোটেল ও রেস্তরাঁগুলিকেও কোকাকোলা বা পেপসি বিক্রি না করার অনুরোধ করা হচ্ছে৷ সেই রাজ্যের ট্রেডার্স ফেডারেশনের তরফে অবশ্য বলা হয়েছে, এই ধরনের কারণ দেখিয়ে বাজারে কোনও পণ্যের বিক্রি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত দেশি সংস্থাগুলি নিতে পারে না৷ এখন দেখার, তামিলনাড়ু থেকে এই দুই কোম্পানির পানীয় নিশ্চিহ্ন হয়ে যায় কি না৷

Advertisement

(আমেরিকায় মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করছেন ট্রাম্প)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ