Advertisement
Advertisement

‘আগামিকাল ১ টাকা নিয়ে যাবেন’, শেষ ফোনে হরিশ সালভেকে বলেন সুষমা

সেই আড্ডা আর হল না!

Come and collect your Re 1 fee tomorrow: Sushma Swaraj to Harish Salve
Published by: Tanujit Das
  • Posted:August 7, 2019 11:25 am
  • Updated:August 7, 2019 11:25 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘণ্টাখানেক আগেও তাঁর সঙ্গে কথা হয়েছিল৷ চায়ের আড্ডায় বাড়িতে আসতে বলেছিলেন তিনি৷ জানিয়েছিলেন, ‘‘বুধবার এসে কুলভূষণ মামলার পারিশ্রমিক ১ টাকা নিয়ে যাবেন৷’’ কিন্তু এরপরই সব অতীত হয়ে গেল৷ পরলোকে পাড়ি দিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ আর প্রিয় মানুষটিকে হারিয়ে এই কথাগুলি বলতে বলতে শোকে ভেঙে পড়লেন কুলভূষণ মামলায় আন্তর্জাতিক আদালতে ভারতের আইনজীবী হরিশ সালভে৷

[ আরও পড়ুন: ছোট্ট শহর থেকে দিল্লির অলিন্দে, জেনে নিন সুষমার বর্ণময় জীবনের উত্থানের কাহিনি]

Advertisement

প্রিয়তম মানুষটির মৃত্যু খবর পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি৷ কয়েক ঘণ্টা আগে যাঁর সঙ্গে কথা হল৷ বাড়িতে আমন্ত্রণ জানালেন যিনি৷ এক ঘণ্টা পরই তিনি নেই! বিশ্বাসই হয়নি হরিশ সালভের৷ কিন্তু সত্য বড় নিষ্ঠুর৷ বুঝতে পারলেন মিথ্যা নয়, সত্যি সত্যি পরলোকে পাড়ি দিয়েছেন ম্যাডাম সুষমা৷ প্রথম প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘‘রাত ৮টা ৫০ মিনিটেও আমি ওনার সঙ্গে কথা বলেছি৷ আমাদের মধ্যে একটা হৃদয়স্পর্শী কথোপকথন হয়৷ আমাকে বলেন, আসুন, আমার সঙ্গে দেখা করুন৷ মামলা জেতার জন্য আপনার প্রাপ্য এক টাকা দেব৷ আমি বলি, মূল্যবান পারিশ্রমিক গ্রহণ করতে অবশ্যই যাব৷ উনি বলেন, আগামিকাল ৬টার সময় আসুন৷’’

Advertisement

[ আরও পড়ুন: ‘বিশাল ব্যক্তিত্বের সামনেও মাথা উঁচু করে দাঁড়িয়েছেন আপনি’, সুষমার প্রয়াণে শোকস্তব্ধ সেলেবরা ]

এখানেই শেষ নয়, মঙ্গলবার সন্ধে ৭ টা ২৩ মিনিটেও টুইট করেন সুষমা৷ কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিপুপ্তি ঘটানোয় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ লেখেন, “ধন্যবাদ প্রধানমন্ত্রী। আমি সারাজীবন এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম।”

এরপর মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ বুকে ব্যাথা অনুভব করেন প্রাক্তন বিদেশমন্ত্রী৷ সঙ্গে সঙ্গে তাঁকে ভরতি করা হয় নয়াদিল্লির এইমসে৷ সেখানেই রাত ১০টা ৫০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুষমা স্বরাজ৷ তাঁর মৃত্যুতে শোকাহত রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, সুষমাজির মৃত্যু আমার কাছে ব্যক্তিগত ক্ষতি। দেশের জন্য তিনি যা করেছেন, তাঁর জন্য দেশ তাঁকে মনে রাখবে। ওনার সমর্থক এবং পরিবারের প্রতি আমার সমবেদনা। অমিত শাহ লিখেছেন, “সুষমাজির মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। ওনার মতো বিরল, সাহসী এবং সহজ সরল নেত্রী পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ