Advertisement
Advertisement
Commercial Gas

উৎসবের মুখে হাসি খাবার ব্যবসায়ীদের মুখে, অনেকখানি কমল বাণিজ্যিক গ্যাসের দাম

কলকাতায় গ্যাসের দাম কত?

Commercial LPG gas price slashed before Christmas | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 22, 2023 2:46 pm
  • Updated:December 22, 2023 2:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে কমল বাণিজ্যিক গ্যাসের দাম। শুক্রবার এক ধাক্কায় ৩৯.৫০ টাকা কমে গেল ১৯ কেজি সিলিন্ডারের মূল্য। সাধারণত মাসের প্রথমদিকেই গ্যাসের দামে রদবদল হয়ে থাকে। চলতি মাসের শুরুতেই বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তবে বড়দিন-নতুন বছরের কথা মাথায় রেখে এলপিজি (LPG) বাণিজ্যিক গ্যাসের দাম বেশ খানিকটা কমিয়ে দেওয়া হল। তবে গৃহস্থের ব্যবহৃত গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে।

রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম সংস্থাগুলোর তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে কমানো হল বাণিজ্যিক গ্যাসের দাম। একলাফে প্রায় ৪০ টাকা কমানো হয়েছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় একটি সিলিন্ডারের দাম হল ১৮৬৮.৫০ টাকা। দিল্লি, মুম্বই ও চেন্নাইতেও ২ হাজার টাকার নীচেই ঘোরাফেরা করছে। গ্যাসের দাম কমার ফলে দোকানে বিক্রি হওয়া খাবারের দামও কমতে পারে বলেই অনুমান। উৎসবের মরশুমে খাবার বিক্রেতাদের মুখেও হাসি ফোটাবে এই সিদ্ধান্ত।

Advertisement

[আরও পড়ুন: সাংসদের সাসপেনশনের প্রতিবাদ, রাস্তায় নামল INDIA, যন্তরমন্তরে ধরনা রাহুলদের]

উল্লেখ্য, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই বাণিজ্যিক গ‌্যাসের (১৯ কেজি) দাম বেড়েছিল। ২২ টাকা ৫০ পয়সা বেড়ে কলকাতায় বাণিজ্যিক গ‌্যাসের সিলিন্ডারের দাম ১৯০০ পেরিয়ে গিয়েছিল। ওয়াকিবহাল মহল আগেই আশঙ্কা করেছিল যে পাঁচ রাজ্যের ভোট মিটলেই রান্নার গ‌্যাসের দাম বাড়তে পারে। তবে নজিরবিহীনভাবে মাসের শেষদিকে রদবদল করা হল। বিশ্ববাজারে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সাধারণত মাসের শুরুতে গ্যাসের দাম বাড়ানো বা কমানো হয়। এখনও অপরিবর্তিত রয়েছে গৃহস্থের গ্যাসের দাম।

Advertisement

[আরও পড়ুন: না থেকেও কংগ্রেসের বৈঠকে ‘উপস্থিত’ মমতা! আসন রফায় গতি আনছে হাত শিবির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ