BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

বাজারে গেলেই পকেটে ছ্যাঁকা! দাম কমার সুখবর দিচ্ছে কেন্দ্র

Published by: Monishankar Choudhury |    Posted: May 22, 2023 4:15 pm|    Updated: May 22, 2023 5:09 pm

Commodity prices, barring precious metals, likely to moderate in 2023: Finance Ministry | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজারে গেলেই পকেটে লাগছে ছ্যাঁকা! শাক-সবজি, তরি-তরকারি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এহেন পরিস্থিতিতে ‘দাম কমার’ সুখবর দিল মোদি সরকার।

আজ সোমবার অর্থমন্ত্রক জানিয়েছে, চলতি অর্থবর্ষে ধাতু বাদে অন্যান্য ভোগ্যপণ্যের দাম কিছুটা কমতে চলেছে। তবে মন্ত্রকের মাসিক অর্থনৈতিক পর্যালোচনায় বলা হয়েছে, দাম কিছুটা কমলেও বাজারদর করোনা পূর্ববর্তী অবস্থায় ফিরছে না। ভোগ্যপণ্য সংক্রান্ত বিশ্ব ব্যাংকের এপ্রিল, ২০২৩ রিপোর্টের কথা উল্লেখ করে অর্থমন্ত্রক জানিয়েছে, ২০২২ সালের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের মূল্য নিম্নগামী। চলতি বছর তা আরও কমবে।

সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিয়ে অর্থমন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, ‘২০২৩ সালে খাদ্যমূল্য সূচক নিম্নগামী থাকবে। এবছর কৃষিপণ্য রপ্তাানির জন্য খ্যাত দেশগুলিতে ভাল ফলন এবং তেলের দাম কমায় সূচক নিম্নগামী। জোগান জনিত সমস্যা অনেকটা মিটে যাওয়া এবং উৎপাদন খরচ কমায় ২০২৩ সালে সারের দাম অন্তত ৩৭ শতাংশ কমে যাবে।’ এছাড়া, ২০২২-২৩ আবং ২০২৩-২৪ অর্থবর্ষে শস্যের ফলন ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত ১৮ মাস দুই অঙ্কের কোঠায় থাকার পর এপ্রিল, ২০২৩-এ পাইকারী মুদ্রাস্ফীতির দর রেকর্ড হারে কমেছে। একইভাবে, খুচরো বাজারে মুদ্রাস্ফীতির দর ৭.৮ (এপ্রিল, ২০২২) থেকে কমে দাঁড়িয়েছে ৪.৭ শতাংশ (এপ্রিল, ২০২৩)।

[আরও পড়ুন: ভারতকে কালিমালিপ্ত করার চেষ্টা! মোদি তথ্যচিত্র নিয়ে BBC-কে নোটিস দিল্লি হাই কোর্টের]

উল্লেখ্য, প্রায় ২ বছর ধরে করোনা মহামারীর ধাক্কা। তার উপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জোগান জনিত সমস্যার জেরে ক্ষতির মুখে পড়েছে দেশের অর্থনীতি। জ্বালানি থেকে শুরু করে আনাজপাতির মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে আমজনতার। মানুষের এই দুর্ভোগ নিয়ে এতদিন সেভাবে মুখ না খুললেও, কয়েকদিন আগেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) আমজনতার দুর্ভোগের কথা স্বীকার করে নিয়েছিলেন।

[আরও পড়ুন: প্রসঙ্গ ডিপ্লোমা ডাক্তার, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে