Advertisement
Advertisement

Breaking News

আপনার পরিবর্তে একই রেল টিকিটে যেতে পারবেন আপনারই নিকটজন!

এবার থেকে কোনও কারণে রেলযাত্রা না করতে পারলে কনফার্মড হওয়া টিকিট বাতিল না করে আপনার পরিবর্তে যেতে পারবে আপনারই পরিবারের কেউ৷ তবে এই ব্যবস্থা গ্রহণ করতে হলে যাত্রা শুরুর ২৪ ঘণ্টার মধ্যে রেলকে জানাতে হবে৷

confirmed railway ticket can be transferred to your blood relations
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2016 5:29 pm
  • Updated:May 25, 2016 5:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলযাত্রীদের বুধবার সুখবর বয়ে আনলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ এবার থেকে কোনও কারণে রেলযাত্রা না করতে পারলে কনফার্মড হওয়া টিকিট বাতিল না করে আপনার পরিবর্তে যেতে পারবে আপনারই পরিবারের কেউ৷ তবে এই ব্যবস্থা গ্রহণ করতে হলে যাত্রা শুরুর ২৪ ঘণ্টার মধ্যে রেলকে জানাতে হবে৷

রেল সূত্রে খবর, অনেক সময় দেখা যায় কোন রেলযাত্রী শেষ মুহূর্তে তাঁর যাত্রা বাতিল করলেন৷ তেমন হলে এবার থেকে একই টিকিটে সেই যাত্রীর পরিবর্তে তাঁর মানে বাবা, মা, ভাই, বোন, স্ত্রী বা স্বামী, ছেলে-মেয়েও যেতে পারবেন৷ তবে তার জন্য একটি ফর্ম পূরণ করতে হবে৷ এবং ফর্মটি জমা দিতে হবে যাত্রা শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই৷ এর সঙ্গে দিতে হবে পরিচয়পত্রের প্রমাণও৷ এই সবগুলো জমা দিতে হবে চিফ রিজার্ভেশন সুপারভাইজারের কাছে৷ শুধু পরিজনদের মধ্যেই নয়, চাইলে কোন সরকারি কর্মচারী বা পড়ুয়া অন্য সরকারি কর্মচারী এবং পড়ুয়াকেও এই টিকিট দিয়ে দিতে পারেন৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ