BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

আপনার পরিবর্তে একই রেল টিকিটে যেতে পারবেন আপনারই নিকটজন!

Published by: Sangbad Pratidin Digital |    Posted: May 25, 2016 5:29 pm|    Updated: May 25, 2016 5:29 pm

confirmed railway ticket can be transferred to your blood relations

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলযাত্রীদের বুধবার সুখবর বয়ে আনলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু৷ এবার থেকে কোনও কারণে রেলযাত্রা না করতে পারলে কনফার্মড হওয়া টিকিট বাতিল না করে আপনার পরিবর্তে যেতে পারবে আপনারই পরিবারের কেউ৷ তবে এই ব্যবস্থা গ্রহণ করতে হলে যাত্রা শুরুর ২৪ ঘণ্টার মধ্যে রেলকে জানাতে হবে৷

রেল সূত্রে খবর, অনেক সময় দেখা যায় কোন রেলযাত্রী শেষ মুহূর্তে তাঁর যাত্রা বাতিল করলেন৷ তেমন হলে এবার থেকে একই টিকিটে সেই যাত্রীর পরিবর্তে তাঁর মানে বাবা, মা, ভাই, বোন, স্ত্রী বা স্বামী, ছেলে-মেয়েও যেতে পারবেন৷ তবে তার জন্য একটি ফর্ম পূরণ করতে হবে৷ এবং ফর্মটি জমা দিতে হবে যাত্রা শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই৷ এর সঙ্গে দিতে হবে পরিচয়পত্রের প্রমাণও৷ এই সবগুলো জমা দিতে হবে চিফ রিজার্ভেশন সুপারভাইজারের কাছে৷ শুধু পরিজনদের মধ্যেই নয়, চাইলে কোন সরকারি কর্মচারী বা পড়ুয়া অন্য সরকারি কর্মচারী এবং পড়ুয়াকেও এই টিকিট দিয়ে দিতে পারেন৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে