সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুলি করে হত্যা করা হল কংগ্রেস কাউন্সিলরকে৷ মৃত কাউন্সিলরের নাম গুরদীপ সিং৷ শনিবার রাতে ঘটনাটি ঘটে পাঞ্জাবের অমৃতসরে৷ আততায়ীদের চিহ্নিত করা যায়নি৷ তবে তাদের খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ৷ সূত্রের খবর, ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা বা কোনও ব্যক্তিগত শত্রুতা রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ৷
[ভোটে সন্ত্রাস রুখতে পুলিশের ভূমিকা নিতে পারেন আপনিও]
Congress Councillor Gurdeep Singh shot dead by unidentified assailants at Goal Bagh Stadium in Amritsar earlier today #Punjab pic.twitter.com/JfZ5YyYOtH
— ANI (@ANI) June 2, 2018
জানা গিয়েছে, বরাবরই বক্সিংয়ের খেলতে ভালবাসতেন মৃত কংগ্রেস কাউন্সিলর গুরদীপ সিং৷ সেই মতো শনিবার রাতে তিনি যান বাড়ির কাছের গোল বাগ স্টেডিয়ামে অনুশীলন করতে৷ তখনই সেখানে পৌঁছায় কিছু অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী৷ পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে কয়েক রাউন্ড গুলি করা হয় গুরদীপকে লক্ষ্য করে৷ তারমধ্যে তিনটি গুলি লাগে তাঁর শরীরে এবং সেখানেই মৃত্যু হয় তাঁর৷ ঘটনার পরেই সেখানে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ কঠোর করা হয় অমৃতসরের নিরাপত্তা৷ অন্যান্য কাউন্সিলরদেরও নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়৷ এলাকার পরিবেশ এখনও বেশ থমথমে৷
[পাক সেনার গুলিতে সীমান্তে শহিদ দুই জওয়ান, গুরুতর জখম তিন নাগরিক]
এই ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস৷ ঘটনাটিকে পুলিশ বিভাগের বড়সড় ব্যর্থতা এবং পুলিশ-প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ বলে জানান কংগ্রেস বিধায়ক রাজকুমার ভেরকা৷ সূত্রের খবর, এর আগে একাধিকবার খুনের হুমকি পেয়েছিলেন মৃত কংগ্রেস কাউন্সিলর গুরদীপ সিং৷ তবে এই সব কিছুকে তেমন গুরুত্ব দেননি তিনি৷ ঘটনাকে হালকাভাবে নিচ্ছে না পুলিশ, জানান অমৃতসরের পুলিশ কমিশনার এস এস শ্রীবাস্তব৷ অপরাধীদের খুঁজে বের করার জন্য পুলিশ সবরকম ব্যবস্থা নিচ্ছে বলে আশ্বাস দিয়েছেন তিনি৷