Advertisement
Advertisement
Congress

নেহরুর প্রসঙ্গ টেনেই খোঁচা কংগ্রেসের, মোদির ‘দীর্ঘভাষণ’ নিয়ে কটাক্ষ অধীরের

বিশেষ অধিবেশনের ভাষণে নেহরু স্তুতি করেন মোদি।

Congress dig at PM Modi after his long speech in old parliament | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 18, 2023 2:04 pm
  • Updated:November 4, 2023 7:39 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশেষ অধিবেশনে মোদির মুখে নেহরুর নামে চমকে গিয়েছে পুরনো সংসদ ভবন। সেই জওহরলাল নেহরুর (Jawaharlal Nehru)  প্রসঙ্গ টেনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) তোপ দাগল কংগ্রেস (Congress)। সংসদে নিজের বক্তব্যে দীর্ঘ ভাষণ নিয়ে মোদিকে তোপ দাগলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury। ঠিক কী বলেছেন অধীর?

সোমবার বিশেষ অধিবেশনে শুরুতে দীর্ঘ আবেগঘণ ভাষণ দেন প্রধানমন্ত্রী। সংসদ ভবনের আট দশকের স্মৃতিচারণ করেন। তখনই নেহরু স্তুতি করেন মোদি। এমনকী নেহরু মন্ত্রীসভারও প্রশংসায় পঞ্চমুখ হন। যদিও সেই জওহরলাল নেহরুর প্রসঙ্গ টেনেই দীর্ঘ ভাষণ নিয়ে মোদিকে তোপ দাগলেন অধীর চৌধুরী। কংগ্রেস নেতা বলেন, “এমনকী প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুও সংসদে বক্তৃতার সময়সীমা ডিঙোলে স্পিকার বেল বাজাতেন।”

Advertisement

[আরও পড়ুন: গডসে, সাভারকরের সন্তানদের দেশছাড়া করার সময় এসেছে! বিস্ফোরক ওয়েইসি]

নিজের ভাষণে গণতন্ত্র নিয়ে বলতে গিয়ে নেহরুর উদ্ধৃতি দেন অধীর। বলেন, “সংসদীয় গণতন্ত্রের সাফল্য একাধিক বিষয়ের উপর নির্ভরশীল। তার মধ্যে রয়েছে কর্মক্ষমতা, দক্ষতা, বৃহত্তম সহযোগিতার বাতাবরণ, আত্মনিয়ন্ত্রণ। খুব বেশি দেশে যা সফল হয়নি।” অধীরের বক্তব্য, ভারতের এই সাফল্য কেবল সংসদ সদস্যদের নয়, বরং দেশের আমজনতা গণতন্ত্রে বিশ্বাস রাখাতেই সাফল্য এসেছে।

Advertisement

[আরও পড়ুন: ‘পশ্চিমী দেশগুলো খারাপ নয়, কারণ…’, নাম না করে চিনকে তোপ জয়শংকরের]

বক্তব্যের শুরুতে জি-২০ সম্মেলনের সাফল্যের কথা তুলে ধরেন মোদি। তাঁর কথায়, “এটা কোনও দলের নয়, বরং দেশের সাফল্য।” চন্দ্রযানের ৩-এর ঐতিহাসিক অভিযান নিয়ে বলতে গিয়ে ভারতের বিজ্ঞানীদের তথা ইসরোকে অভিনন্দন জানান মোদি। এর পরেই সংসদের স্মৃতিচারণা করেন। তখনই মোদির মুখে নেহরু স্তুতির সাক্ষী হয় সংসদ ভবন। যা সচরাচর দেখা যায় না। বলেন, “নেহরুজির মধ্যরাতের ভাষণ চিরকাল আমাদের অনুপ্রাণিত করবে। এই হাউসেই অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, সরকার আসবে এবং যাবে, কিন্তু এই দেশ থাকবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ