Advertisement
Advertisement

Breaking News

রাহুল গান্ধী

‘অনিয়শ্চয়তা কাটাতে পরিকল্পিতভাবে তুলতে হবে লকডাউন’, রাহুলকে বললেন বিশেষজ্ঞরা

করোনা পরিস্থিতি নিয়ে আরও দুই বিশেষজ্ঞের পরামর্শ নিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

Congress leader Rahul Gandhi held a dialogue with two experts
Published by: Subhajit Mandal
  • Posted:May 27, 2020 11:26 am
  • Updated:May 27, 2020 11:27 am

সোমনাথ রায়: অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, রঘুরাম রাজনের পর এবার করোনা পরিস্থিতি নিয়ে আরও দুই বিশ্ববন্দিত বিশেষজ্ঞের পরামর্শ নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একজন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডঃ আশিস ঝাঁ (Dr Ashish Jha)। অপরজন সুইডেনের মহামারি বিশেষজ্ঞ ডঃ জোহান জিয়েস্কে (Johan Geisecke)। দুই বিশেষজ্ঞর সঙ্গে রাহুলের আলোচনার সারমর্ম একটাই, পরিকল্পিতভাবে ভারতের লকডাউন তুলতে হবে। এবং করোনা পরীক্ষার পরিমাণ বাড়াতে হবে।

ডঃ আশিস ঝাঁ প্রাক্তন কংগ্রেস সভাপতিকে বললেন,”লকডাউনের মাধ্যমে আমরা এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়া থেকে রুখতে পারি। মানবজাতি আগে এই ধরনের ভাইরাস কখনও দেখেনি। সুতরাং আমাদের সবার মধ্যে এর সংক্রমণের সম্ভাবনা আছে। লকডাউনের মাধ্যমে হয়তো ভাইরাস সংক্রমণের গতি কমানো যেতে পারে, কিন্তু এর ফলে বড়সড় অর্থনৈতিক মন্দা আসার সম্ভাবনা থাকছে।তাই এই লকডাউনের সময়ে প্রশাসনের উচিৎ আরও বেশি বেশি পরীক্ষা করার মতো পরিকাঠামো তৈরি করা। আগামী দিনে কেমন পরিস্থিতি হচ্ছে তার জন্য প্রস্তুত হওয়া। এখন অর্থনীতি চালু করতে হবে পরিকল্পিতভাবে। মানুষকে আরও আত্মবিশ্বাস দিতে হবে। অর্থনীতি চলে আত্মবিশ্বাসের উপরই।”

Advertisement

[আরও পড়ুন: দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরল দেড় লক্ষ, একদিনে মৃত ১৭০]

কথোপকথনের মধ্যেই রাহুল অভিযোগ করেন, সরকার ইচ্ছে করেই কম পরীক্ষা করছে, যাতে আক্রান্তের সংখ্যাটা আরও বেশি না দেখানো হয়। কারণ, আক্রান্ত বেশি দেখানো হলে একটা ভীতির পরিবেশ সৃষ্টি হতে পারে। জবাবে ডঃ ঝাঁ বলেন,”আমিও খানিকটা অবাক হয়েছি, কেন ভারত এত কম পরীক্ষা করছে? আমার যতদূর মনে হয় আরও বেশি করোনা পরীক্ষার মতো পরিকাঠামো ভারত সরকারের আছে।” হার্ভার্ডের এই বিশেষজ্ঞের মতে, ‘আমরা মহামারির যুগে প্রবেশ করছি। আগামী দিনে আরও মহামারি আসছে। সুতরাং সরকারের উচিৎ সেইমতো পরিকাঠামো তৈরি করা।’

Advertisement

[আরও পড়ুন: বিশ্বের মধ্যে ভারতেই করোনায় মৃতের হার সবচেয়ে কম, আশার কথা শোনাল স্বাস্থ্যমন্ত্রক]

অন্যদিকে, সুইডেনের অধ্যাপক জোহান কংগ্রেস নেতাকে বলেন, করোনা ছড়িয়ে পড়েছে। কিন্তু এই রোগ খুব মারাত্মক কিছু নয়। ৯৯ শতাংশ মানুষ এর সংক্রমণ হলেও বুঝতেই পারছেন না। সুতরাং আমরা মহামারির যে রূপ দেখছি, সেটা মাত্র ১ শতাংশ। প্রফেসর জোহান খানিকটা রাহুলের অবস্থানের বিপরীতে গিয়ে বলেন,”লকডাউন থেকে বেরনোর পরিকল্পনা কারও কাছেই নেই। আমাদের ধাপে ধাপে এর থেকে বেরতে হবে। প্রথমে শিথিল করতে হবে। তারপর যদি দেখা যায় সমস্যা বাড়ছে, তাহলে আবার পিছিয়ে আসতে হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ