Advertisement
Advertisement

Breaking News

Rafael deal

রাফালে চুক্তি বিতর্ক নিয়ে ফের সরব রাহুল গান্ধী, টুইট করে কটাক্ষ প্রধানমন্ত্রীকে

রাহুলকে পালটা জবাব দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও।

Congress leader Rahul Gandhi hits out at PM Modi over Rafale deal | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 4, 2021 3:25 pm
  • Updated:July 4, 2021 3:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) আক্রমণ করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাফালে চু্ক্তি (Rafale deal) বিতর্ককে ইঙ্গিত করেই রবিবার সকালে টুইট করতে দেখা গেল তাঁকে। তাঁর টুইটের পালটা জবাব দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও।
এদিন টুইটারে প্রধানমন্ত্রীর মুখের একটি অর্ধেক ছবি শেয়ার করে রাহুল লেখেন ‘চোরের দাড়ি’। ছবিতে রাফালে বিমানকেও দেখা গিয়েছে। যা থেকে পরিষ্কার, রাফালে চুক্তিকে কেন্দ্র করেই ফের তিনি কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রীকে। তবে সমালোচ‌না করতে গিয়ে ব্যক্তিগত আক্রমণের স্তরে নেমে আসতে দেখা গেল তাঁকে। যা নিয়ে সরব বিজেপি।

রাহুলের এহেন টুইটের জবাবে পালটা আক্রমণ করেছে গেরুয়া শিবির। অমিত মালব্য রাহুলকে আক্রমণ করে টুইটারে লেখেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর এবার নিজেকে এই পর্যায়ে নামিয়ে এনেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। সেই সঙ্গে তিনি দাবি করেন, সারা দেশের মানুষ রাহুলকে প্রত্যাখ্যান করেছে।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rahul Gandhi (@rahulgandhi)

Advertisement

[আরও পড়ুন: এক সপ্তাহে অন্তত ১২ বার, উদ্বেগ বাড়িয়ে ফের ‘ড্রোনের’ দেখা মিলল Kashmir সীমান্তে]

উল্লেখ্য, সম্প্রতি ফের আলোচনায় উঠে এসেছে রাফালে চুক্তি। ভারত এবং ফ্রান্সের দাসল্ট অ্যাভিয়েশনের মধ্যে ৫৯ হাজার কোটি টাকার রাফালে যুদ্ধবিমান কেনার চুক্তিতে দুর্নীতি এবং পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। আর তাই এই চুক্তির তদন্ত করতে এক বিচারককে নিয়োগ করেছে ফরাসি আইনবিভাগ। আর তারপর থেকেই নতুন করে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। এমনিতেই রাহুল-প্রিয়াঙ্কারা নিয়মিতই রাফালে চুক্তি নিয়ে কটাক্ষ করেন বিজেপিকে। ফ্রান্সের সাম্প্রতিক পদক্ষেপ তাদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে।

কংগ্রেসের বরাবরেরই অভিযোগ, ইউপিএ আমলে যে অঙ্কে বিমান কেনার কথা হয়েছিল তার থেকে অনেক বেশি মূল্যে ৩৬টি রাফালে বিমান ক্রয় করেছিল মোদি সরকার। বিরোধীদের দাবি, বর্তমান সরকারের তত্ত্বাবধানে ভারত এক একটি যুদ্ধবিমান কিনেছে ১,৬৭০ কোটি টাকা করে। এদিকে ইউপিএ সরকারের আমলে ৫২৬ কোটি টাকায় প্রাথমিক বিডে দাম উঠেছিল। অর্থাৎ প্রায় তিনগুণ দামে ওই বিমান কিনেছে বিজেপি সরকার। ২০১৬ সালে ওই চুক্তি হয়। সেই সঙ্গে বিরোধীদের আরও অভিযোগ ছিল, অনিল আম্বানির সংস্থাকে বরাত পাইয়ে দিয়ে স্বজনপোষণ করেছিল সরকার।

[আরও পড়ুন: অতীত রেকর্ড ভেঙে আজ সর্বোচ্চ পেট্রলের দাম, জানুন কলকাতায় কত জ্বালানি মূল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ