Advertisement
Advertisement

শিয়রে নির্বাচন, ‘হাউডি মোদি’র প্রশংসায় পঞ্চমুখ মুম্বই কংগ্রেসের শীর্ষ নেতা

পালটা টুইটে কংগ্রেস নেতাকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Congress’ Milind Deora praises Modi’s Houston event
Published by: Tanujit Das
  • Posted:September 24, 2019 3:42 pm
  • Updated:September 24, 2019 3:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হাউডি মোদি’র প্রশংসায় পঞ্চমুখ মুম্বই কংগ্রেসের প্রাক্তন সভাপতি মিলিন্দ দেওরা৷ টুইট করে এই কর্মসূচির প্রশংসা করলেন তিনি৷ পালটা টুইটে কংগ্রেসের এই শীর্ষ নেতাকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পরস্পরের প্রশংসা করে দুই নেতার এই টুইট চালাচালিতে, মহারাষ্ট্র নির্বাচনের আগে অন্য গন্ধ পেতে শুরু করেছে রাজনৈতিক মহল৷

[ আরও পড়ুন: ‘আমেরিকায় নেহেরুও জনপ্রিয় ছিলেন’, ভুল ছবি পোস্ট করে হাসির খোরাক শশী থারুর ]

Advertisement

ঘটনার সূত্রপাত হয় রবিবার৷ যখন ‘হাউডি মোদি’র প্রশংসা করে টুইট করেন মিলিন্দ দেওরা৷ টুইটারে তিনি লেখেন, ‘‘প্রধানমন্ত্রী মোদির হিউস্টন বক্তৃতা ভারতের কূটনৈতিক শক্তি প্রদর্শনের অন্যতম একটি নিদর্শন৷ ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আমার বাবা মুরলিভাই(মুরলি দেওরা)৷ ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইন্দো আমেরিকানদের অবদানের প্রশংসা করেছেন, তাতে আমরা গর্বিত৷’’ দক্ষিণ মুম্বইয়ের প্রাক্তন সাংসদের এই টুইটের পরই, পালটা টুইটে তাঁকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী৷ টুইটে নরেন্দ্র মোদি লেখেন, ‘‘ধন্যবাদ মিলিন্দ দেওরাজি৷ মার্কিনমুলুকের সঙ্গে সখ্যতা বজায় রাখতে আমার বন্ধু, প্রয়াত মুরলি দেওরাজি যে কাজ করেছে, তা সঠিক ভাবে তুমি তুলে ধরেছ৷ দু’দেশের মধ্যে এই বন্ধুত্ব চাক্ষুষ করতে পারলে উনি সত্যি খুশি হতেন৷ মার্কিন প্রেসিডেন্টের আতিথেয়তা এক কথায় অনবদ্য৷’’ এখানেই শেষ নয়, এরপর আরও একটি টুইট করেন মিলিন্দ দেওরা৷ সেখানে তিনি লেখেন, ‘‘একাধিকবার কথাবার্তায় একুশ শতকের ভারতীয় নেতাদের প্রশংসা করেছেন আমার ডেমোক্রেট ও রিপাবলিকান বন্ধুরা৷’’

Advertisement

[ আরও পড়ুন: রাস্তায় আইইডি বিস্ফোরণ, ছত্তিশগড়ে মাওবাদী হামলায় নিহত ৩ নাগরিক ]

তবে এই প্রথম নয়, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরেও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন মুম্বই কংগ্রেসের এই শীর্ষ নেতা৷ লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পরই মুম্বই কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন মিলিন্দ দেওরা৷ চলতি মাসে তাঁর ইস্তফাপত্র গ্রহণও করেছে হাই কমান্ড৷ পাশাপাশি, দলের মিডিয়া সেলের দায়িত্ব ঝেড়ে ফেলেছেন প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র দারদাও৷ সূত্রের খবর, দলত্যাগও করতে পারেন তিনি৷ মহারাষ্ট্র নির্বাচনের আগে একের পর এক কংগ্রেস নেতার এহেন আচরণে, বিতর্ক দানা বেধেছে রাজনৈতিক মহলে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ