Advertisement
Advertisement

Breaking News

রাষ্ট্রপতি নির্বাচনের ভিত্তিতে দেশভাগ করতে চাইছে কংগ্রেস, সরব বিজেপি

এমনটাই অভিযোগ বিজেপির শীর্ষনেতৃ্ত্বের।

Congress politicizing presidential poll, lashes BJP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 24, 2017 6:22 am
  • Updated:June 24, 2017 6:22 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ, অন্যদিকে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার। রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীকে ঘিরে  ইতিমধ্যে সরগরম দেশের রাজনৈতিক মহল। এর মধ্যেই কংগ্রেসের বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচনের নামে দেশভাগের অভিযোগ তুলল বিজেপি শীর্ষনেতৃত্ব। শনিবার বিজেপির বেশ কয়েকজন শীর্ষনেতা এই অভিযোগ তুলেছেন।

[কাশ্মীরে ডিএসপির নির্মম হত্যার জন্য বিজেপি-পিডিপি সরকারকে দুষলেন রাহুল]

আগেও কংগ্রেস গণতন্ত্রকে ভাগ করার বা অপমান করার চেষ্টা করেছে। এমন অভিযোগ তুলে সংবাদ সংস্থা এএনআই-কে বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং বলেন, ‘নীতিশ কুমার একদম ঠিক কথা বলেছেন। অতীতেও দেখা দিয়েছে গণতন্ত্রকে অপমান কিংবা ভাগ করার চেষ্টা করে গিয়েছে কংগ্রেস। সবাই জানে রামনাথ কোবিন্দই জয় পাবেন। তাই রাষ্ট্রপতি নির্বাচনের নামে গোটা দেশকে ভাগ করার কোনও প্রয়োজন ছিল না।’ একই সুর বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেনের গলাতেও। রাষ্ট্রপতি নির্বাচনে কোবিন্দের জয়লাভ করার ব্যাপারে আশাবাদী তিনিও। বলেন, ‘কংগ্রেসও জানে রামনাথ কোবিন্দই জয় পাবেন। যদি তাঁরা চাইত, তাহলে আহেই মীরা কুমারের নাম ঘোষণা করত।’ উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে প্রাক্তন লোকসভা অধ্যক্ষ মীরা কুমারের নাম ঘোষণা করেছিল বিরোধী জোট। যদিও, নীতিশ কুমার বলেছিলেন, ‘আমি মীরা কুমারকে সম্মান করি কিন্তু ‘বিহার কন্যা’ হেরে যাবেন। দলের সমস্ত নেতার সঙ্গে কথা বলেই রামনাথ কোবিন্দকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি এবং কোনও পরিস্থিতিতেই সেখান থেকে সরে আসব না।’

Advertisement

[ছোটপর্দার নয়া প্রেম কাহিনি, এমন গল্প শুনেছেন আগে?]

এদিকে, শুক্রবারই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নিজের মনোনয়ন জমা দিলেন এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, লালকৃষ্ণ আদবানীর মতো হেভিওয়েট নেতারা। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুলাই। ফল ঘোষণা ২০ জুলাই।

Advertisement

[কোচ কুম্বলে ছাড়া কতটা সফল বিরাটরা? মিলল না সেই প্রশ্নের উত্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ