Advertisement
Advertisement

ফের হিন্দুত্বের তাস কংগ্রেসের, ক্ষমতায় এলে ‘রাম-পথ’ তৈরির প্রতিশ্রুতি

'তৈরি করা হবে নর্মদা পরিক্রমা পথও।'

Congress promises ‘Ram Path’ if voted to power
Published by: Subhajit Mandal
  • Posted:September 12, 2018 9:51 am
  • Updated:September 12, 2018 9:51 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের ভোট যত এগিয়ে আসছে কংগ্রেসের নরম হিন্দুত্বের তত্ত্ব তত উগ্রতা পাচ্ছে। রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে গোশালা তৈরির প্রতিশ্রুতি দেওয়ার পর এবার রাম-পথ তৈরির প্রতিশ্রুতি দিল মধ্যপ্রদেশ কংগ্রেস। বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, ক্ষমতায় এলে রাজ্যের সীমান্তে রাম-পথ তৈরি করা হবে। তৈরি করা হবে নর্মদা পরিক্রমা পথও।

[তিন বছরে সদস্য কমল ৩ কোটি! অমিতের বক্তব্যে উদ্বেগ গেরুয়া শিবিরে]

কথিত আছে বনবাসের সময় ১৪ বছরের মধ্যে ১১ বছর মধ্যপ্রদেশের বিভিন্ন জঙ্গলে সময় কাটিয়েছিলেন ভগবান রামচন্দ্র। ২০০৩ সালে বিজেপি ক্ষমতায় আসার আগে সেই সব এলাকাকে জুড়ে রাম-পথ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল। ২০০৭ সালে সতনা, পান্না, শাদল, জব্বলপুর এবং বিদিশা জেলা জুড়ে রাম-গমন-পথ তৈরির কথা ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কিন্তু কার্যক্ষেত্রে তা আজও হয়ে ওঠেনি। এদিন দিগ্বিজয় সিং সাংবাদিক বৈঠকে বলেন, “বিজেপি প্রতিশ্রুতি দিয়েও আজও রাম-পথ তৈরি করেনি,আমরা ক্ষমতায় এলে রাজ্যের সীমান্তে রাম-পথ তৈরি হবে।” রাম পথের পাশাপাশি নর্মদা পরিক্রমা পথও তৈরি হবে নর্মদার তীরে।”

[করের টাকা চুরি করেছেন সনিয়া-রাহুল, অভিযোগ বিজেপির]

এতদিন পর্যন্ত বিজেপির বিরুদ্ধে হিন্দুত্বের তাস খেলার অভিযোগ উঠত। কিন্তু এবারের নির্বাচনের আগে কংগ্রেসের বিরুদ্ধে সেই অভিযোগ উঠছে। কারণ এর আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ ঘোষণা করেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে গোশালা গড়ে দেবেন তিনি। এর আগে দিগ্বিজয় নিজেই রাম বন গমন যাত্রায় বেরিয়েছিলেন। তবে কী বিজেপিকে চেনা হিন্দুত্বের তাসেই বধ করতে চাইছে কংগ্রেস? দিগ্বিজয়ের জবাব ‘না’। তাঁর দাবি, ” উগ্র হিন্দুত্ব আর ধর্ম আলাদ জিনিস। ধর্মের কাজ করা মানেই উগ্র হিন্দুত্ব নয়। “

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ