Advertisement
Advertisement

প্রথম প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের, সোনিয়া লড়বেন রায়বরেলিতে

আমেঠি থেকে লোকসভা ভোটে লড়বেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

 Congress released First Lok Sabha Polls List

ফাইল ছবি

Published by: Tanujit Das
  • Posted:March 8, 2019 10:37 am
  • Updated:March 8, 2019 10:37 am

দীপাঞ্জন মণ্ডল, নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের বাকি আর হাতে গোনা কয়েকদিন৷ তার আগেই প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস৷ প্রথম তালিকায় নাম রয়েছে উত্তরপ্রদেশের ১১ জন ও গুজরাটের চারজন প্রার্থীর৷ যাঁদের মধ্যে উল্লেখযোগ্য রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী৷ রায়বরেলি থেকেই প্রার্থী হচ্ছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এবং আমেঠি থেকে প্রার্থী হচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা প্রত্যক্ষ রাজনীতিতে নাম লেখানোয় যে চমকের আশা করছিলেন কংগ্রেস সদস্য-সমর্থকরা, প্রথম প্রার্থী তালিকায় অন্তত তেমন কিছু মিলল না৷ কারণ প্রথম প্রার্থী তালিকায় নাম নেই প্রিয়াঙ্কার৷ ফলে তাঁর প্রার্থী হওয়া নিয়ে বাড়ছে জল্পনা৷

[পুলওয়ামার হামলা মোদি-ইমরানের ‘ম্যাচ ফিক্সিং’, বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার]

Advertisement

গত জানুয়ারি মাসে প্রত্যক্ষ রাজনীতিতে নাম লেখান প্রিয়াঙ্কা গান্ধী বঢরা৷ দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় তাঁকে৷ পাশাপাশি দেওয়া হয় উত্তরপ্রদেশের বিশেষ দায়িত্ব৷ আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সপা-বসপার জোট হলেও, তাতে নাম লেখায়নি কংগ্রেস৷ কয়েকটি ছোট আঞ্চলিক দলের সঙ্গে জোট করে সেরাজ্যে ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন রাহুল গান্ধী৷ প্রিয়াঙ্কা গান্ধী প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়, রায়বরেলি কেন্দ্রটি প্রিয়াঙ্কাকে ছেড়ে দেবেন সোনিয়া৷ নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন শ্রীমতি গান্ধী৷ কিন্তু প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পরই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে৷ বোঝাই যাচ্ছে এত তাড়াতাড়ি রাজনৈতিক সন্ন্যাস গ্রহণের পক্ষপাতী নন ইউপিএ প্রধান৷

Advertisement

[নজরে লোকসভা, গোয়ালিয়রে আরএসএসের স্ট্র্যাটেজি বৈঠকে শীর্ষ নেতারা]

রাহুল-সোনিয়া ছাড়াও প্রথম তালিকায় নাম রয়েছে শীর্ষ কংগ্রেস নেতা সলমন খুরশিদের৷ ২০১৪-তে উত্তরপ্রদেশের ফারুকাবাদ কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন তিনি, এবারও সেখান থেকেই প্রার্থী হচ্ছেন৷ এছাড়া খুশি নগর থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আরপিএন সিং, সাহারানপুর থেকে প্রার্থী হচ্ছেন ইমরান মাসুদ এবং ফৈজাবাদ থেকে লড়বেন নির্মল খাত্রি৷ গুজরাটের আনন্দ থেকে কংগ্রেসের টিকিটে প্রার্থী হচ্ছেন ভরতসিং সোলাঙ্কি৷ ২০০৪ ও ২০০৯-তে ওই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তিনি৷ আহমেদাবাদ পশ্চিম কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হচ্ছেন রাজু পারমার এবং ভদোদরা থেকে প্রার্থী হচ্ছেন প্রশান্ত প্যাটেল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ