Advertisement
Advertisement

জন্মদিনেও বিতর্ক পিছু ছাড়ল না রাহুলের

তবে কি মাত্র ৪৬ বছরেই তীব্র চ্যালেঞ্জের মুখে পড়ে গেল গান্ধী পরিবারের তথাকথিত যুবরাজের রাজনৈতিক কেরিয়ার?

Controversies grabs rahul gandhi on his birthday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2016 3:05 pm
  • Updated:June 20, 2016 6:06 pm

দেবশ্রী সিনহা: জন্মদিনেও কটা‌ক্ষের কাঁটা হয়ে রইল পারিবারিক ইতিহাসই৷ এ নিয়ে মুখে কেউ আলোচনা না করলেও চাপা গুঞ্জনে অনেকেই বলছেন, ৪৬ বছর বয়সে একবার প্রধানমন্ত্রিত্ব করে ফেলেছিলেন রাহুলের প্রয়াত পিতা রাজীব গান্ধী৷ ঘটনাচক্রে এদিন ছিল ফাদারস ডে-ও৷ এই সুযোগ কাজে লাগিয়েই অনেকেই রাহুলকে বাবার কথা মনে করিয়ে দিয়েছেন৷ আর তাতেই তুল্যমূল্য বিচারে প্রশ্ন উঠেছে যোগ্যতা নিয়ে৷

পাঁচ রাজ্যে নির্বাচনী ভরাডুবির পর রাহুলের নেতৃত্ব নিয়ে অনেক সিনিয়র নেতাই প্রকাশ্যে মুখ খুলেছেন৷ অনেকে আবার আসন্ন্ পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের নির্বাচনের জন্য ঘুরিয়ে প্রিয়াঙ্কাকে মুখ করার দাবি তুলেছেন৷ আর তাতেই প্রশ্ন উঠেছে, তবে কি মাত্র ৪৬ বছরেই তীব্র চ্যালেঞ্জের মুখে পড়ে গেল গান্ধী পরিবারের তথাকথিত যুবরাজের রাজনৈতিক কেরিয়ার? যদিও এ সব আলোচনাকে কোনও গুরুত্বই দিতে চান না এআইসিসি-র প্রথম সারির নেতারা৷ তাঁদের পাল্টা যুক্তি, ২০০৯ সালে যখন তৃতীয় বিকল্পের চ্যালেঞ্জ সামলে ইউপিএ কেন্দ্রে ফিরে আসে, সেইসময় যাবতীয় কৃতিত্ব রাহুলকেই দিয়েছিল দল৷

Advertisement

এদিন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে তাঁর ৪৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী টুইট করেন, “কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাই৷ ”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ