Advertisement
Advertisement

Breaking News

Chhattisgarh

মহিলা টাকা শোধ দিতে না পারায় শিশুকে সিগারেটের ছ্যাঁকা, কাঠগড়ায় পুলিশ কনস্টেবল

খবরটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিশ।

Cop inflicts burns on 2-year-old girl with cigarette butt in Chhattisgarh, thrashes her mother | Sangbad Pratidin‌‌
Published by: Abhisek Rakshit
  • Posted:October 31, 2020 7:47 pm
  • Updated:November 1, 2020 1:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ মহিলা টাকা ধার নিয়েছিল। সময়মতো দিতে পারেনি। আর সে কারণে তাঁর দু’‌বছরের কন্যা সন্তানের উপরেই অকথ্য অত্যাচার করার অভিযোগ উঠল ছত্তিশগড়ের (Chhattisgarh) এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এমনকী ওই কনস্টেবল শিশুটিকে দিয়ে জোর করে ‘‌বাবা’‌ বলানোর চেষ্টাও নাকি করে। কিন্তু শিশুটি তা না বলায়, তাকে সিগারেটের ছ্যাঁকাও দেয়। খবরটি সামনে আসতেই অবশ্য নড়েচড়ে বসেছে ছত্তিশগড় পুলিশ। শনিবার ওই পুলিশ আধিকারিককে গ্রেপ্তারও করা হয়েছে।

জানা গিয়েছে, বালোদ (Balod) জেলার বাসিন্দা ওই মহিলার স্বামী কর্মসূত্রে নাগপুরে থাকেন। অভিযুক্ত কনস্টেবল অবিনাশ রাই এক মাস আগে ওই জেলাতেই কর্মরত ছিলেন। ভাড়া থাকতেন ওই মহিলার বাড়িতে। কিন্তু একমাস আগে দুর্গ জেলায় তাঁর ট্রান্সফার হয়। এদিকে, ওই মহিলাকে এর আগে কিছু টাকা ধার দিয়েছিল অভিযুক্ত অবিনাশ।

Advertisement

[আরও পড়ুন: ‘পরিচয় লুকিয়ে হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেললে মৃত্যু অনিবার্য’, যোগীর মন্তব্যে বিতর্ক]

সেই ধারের টাকা ফেরত নিতেই গত বৃহস্পতিবার ওই মহিলার বাড়িতে হানা দিয়েছিল সে। কিন্তু ওই মহিলা টাকা দিতে পারবেন না জানাতেই স্বমূর্তি ধরে ওই কনস্টেবল। শুরু হয় অত্যাচার। এমনকী দুধের শিশুটিকে জোর করে ‘‌বাবা’ বলতে বলে। শিশুটি তা না পারায় তার শরীরের একাধিক জায়গায় সিগারেটের ছ্যাঁকা দেয় সে।

Advertisement

 

খবরটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পুলিশ। শনিবার সকালে গ্রেপ্তার করা হয় ওই কনস্টেবলকে। একাধিক ধারায় মামলাও রুজু করা হয়েছে।আর এই ঘটনা জানতে পেরে অনেকেই সমালোচনায় মুখর হয়েছেন। সামান্য টাকার জন্য একজন পুলিশের আধিকারিক এতটা অমানবিক কীভাবেই বা হতে পারেন? সেই প্রশ্নও তুলছেন অনেকেই। অভিযুক্ত কনস্টেবলের কঠিন শাস্তির সুপারিশ করেছেন প্রত্যেকে। 

[আরও পড়ুন: মাত্র ৪৫ মিনিটে পার করবে পাঁচ ঘণ্টার পথ, গুজরাটে চালু দেশের প্রথম সি-প্লেন পরিষেবা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ