Advertisement
Advertisement

১০০ টাকা ঘুষ না দিতে পারায় পুলিশের মারে নিহত ২

অভিযোগ, মেরে কাছের নদীর জলে ফেলে দেওয়া হয় দুই লরির খালাসিকে৷

Cops Beat Two Men To Death when they Refused To Pay Rs 100 Bribe in UP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 6, 2016 5:05 pm
  • Updated:July 16, 2019 5:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  পুলিশ ঘুষ চেয়েছিল ১০০ টাকা৷ না দিতে পারার চরম মূল্য দিতে হল দুই যুবককে৷ পুলিশের হাতে বেদম মার খেয়ে মৃত্যু হল দুই যুবকের৷ এমনই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের মেইনপুরিতে৷

অভিযোগ, শুক্রবার ভোর চারটে নাগাদ মেইনপুরি দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক আটক করে পুলিশের দল৷ সেখানে খালাসি হিসেবে ছিলেন চার ব্যাক্তি৷ সবাইকে আটক করে থানায় আনা হয় এবং প্রচন্ড মারধর করা হয়৷ মারের চোটেই দুই ব্যক্তির মৃত্যু হয় বলে অভিযোগ৷ যদিও পুলিশের দাবি, জলে ডুবে মৃত্যু হয়েছে দুই জনের৷

Advertisement

তবে, মৃতদের পরিবারের অভিযোগ৷ ১০০ টাকা ঘুষ না দিতে পারায় পুলিশের মারেই মৃত্যু হয়েছে দুই যুবকের৷ পরে প্রমাণ লোপাটের জন্য কাছের নদীতে ফেলে দেওয়া হয় মৃতদেহগুলি৷ শনিবার ময়নাতদন্তেও মৃতদেহ দুটিতে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে৷ দুই হোমগার্ড সহ চার পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement