Advertisement
Advertisement
করোনা ভাইরাস

করোনা আক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, ভরতি হাসপাতালে

আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।

Corona Live Update: 56 more die of covid-19, 2976 new cases detected in West Bengal
Published by: Sayani Sen
  • Posted:September 2, 2020 8:16 am
  • Updated:September 3, 2020 8:13 am

বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ৩৭ লক্ষ ৬৯ হাজার ৫২৪ জন। মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৩৩৩ জনের। রাজ্যে মোট আক্রান্ত ১,৬৮,৬৯৭ জন। এখনওপর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩৩৯ জনের। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:

রাত ১১. ০৪: করোনা আক্রান্ত পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ভরতি রয়েছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আপাতত আইসিইউতে রয়েছেন তিনি। 

Advertisement

রাত ১০.৩২: করোনা আক্রান্ত প্যারিস সেন্ট জার্মানের তিন ফুটবলার।

Advertisement

রাত ১০.৩০: ছত্তিশগড়ে একদিনে নতুন করে সংক্রমিত ১,৯১৬ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। 

রাত ১০. ২০: NEET-JEE পরীক্ষার্থীদের সুবিধার্থে ৪ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজস্থানে ৪ জোড়া স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। 

রাত ১০. ০৫: রাজস্থানে নতুন করে আক্রান্ত ১,৫১১ জন।

রাত ৯. ৫০: অরুনাচল প্রদেশে নতুন করে আক্রান্ত ১৪৮ জন।

রাত ৯.৩৩: মহারাষ্ট্রে নতুন করে সংক্রমিত ১৭, ৪৩৩ জন।

 

রাত ৮. ৪০: উপসর্গহীন ও মৃদু উপসর্গযুক্ত করোনা রোগীরা হোম আইসোলেশনে থাকতে পারেন, নির্দেশ পাঞ্জাব সরকারের।

রাত ৮.২০: গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ২৯৭৬, মৃত ৫৬

রাত ৮.০৫: উত্তরাখণ্ডে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩৬ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ২৩৪। তার মধ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯১ জনের।

সন্ধ্যা ৭.৫৫: পাঞ্জাবে ফের আক্রান্ত ১,৫১৪।

সন্ধ্যা ৭.৪৫: করোনা আবহে কলকাতা মেট্রো সচল রাখতে মানতে হবে কিছু নিয়ম। এবিষয়ে কেন্দ্রের দেওয়া গাইডলাইন মেনেই চলতে হবে।

সন্ধ্যা ৭.৩০: আক্রান্ত হলেন ব্রাজিলের বিখ্যাত ফুটবলার নেইমার।

সন্ধ্যা ৭.১৫: কর্ণাটকে নতুন করে আক্রান্ত ৯,৮৬০ জন। মারা গিয়েছেন ১১৩। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন লক্ষ ৬১ হাজার ৩৪১।

সন্ধ্যা ৬.৪৫: প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় প্রয়াত হওয়ায় দেশজুড়ে রাষ্ট্রীয় শোক চলছে। এই কারণে শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার। ৫ সেপ্টেম্বর রবীন্দ্রসদনে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল কয়েকজনের হাতে। জেলায় যাঁরা এবার শিক্ষারত্ন পাচ্ছেন, তাঁদের ভারচুয়াল এই অনুষ্ঠানে যোগ দেওয়ানোর পরিকল্পনা ছিল। কিন্তু গোটা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। স্কুলশিক্ষা দপ্তর জানিয়েছে, যাঁরা এবার শিক্ষারত্ন পাচ্ছেন, তাঁদের প্রত্যেকের বাড়িতে শংসাপত্র এবং উপহার সরকারি উদ্যোগে দিয়ে আসা হবে।

সন্ধ্যা ৬.৪০: অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত ১০ হাজার ৩৯২। মৃত্যু হয়েছে ৭২ জনের।

সন্ধ্যা ৬.৩০: ভারত ও মার্কিন বিজ্ঞানীদের ১১টি দল যৌথভাবে করোনা মোকাবিলার জন্য গবেষণা চালাচ্ছে বলে জানাল কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক।

সন্ধ্যা ৬.২০: করোনাযুদ্ধে শহিদ দিল্লির ফার্মাসিস্ট রাজেশ কুমারের স্ত্রীর হাতে এক কোটি টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সন্ধ্যা ৬টা: কলকাতায় মেট্রো চলতে পারে ১৫ তারিখ থেকে। আগামীকাল রাজ্যের সঙ্গে বৈঠক রেলের।

বিকেল ৫.৩০: গত ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে আক্রান্ত হলেন ৬৪১ জন।

বিকেল ৫.১৫: করোনা আক্রান্ত ত্রিপুরার পাঁচজোন বিধায়ক ও একজন প্রাক্তন মন্ত্রী।

বিকেল ৫.১০: পরীক্ষার সময় করোনার সংক্রমণ রুখতে রাজ্যগুলিতে নির্দেশিকা পাঠাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

বিকেল ৪.৩০: গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত ৫,১৭৬ জন। জানালেন মুখ্য স্বাস্থ্যসচিব অমিত মোহন প্রসাদ।

বিকেল ৪টে: নাগাল্যান্ডে নতুন করে আক্রান্ত হলেন ১৪ জন।

দুপুর ৩.১৫: আগামী ৭ সেপ্টেম্বর থেকে আন্তঃজেলা সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালু করছে তামিলনাড়ু সরকার। ওইদিন থেকে ট্রেন পরিষেবা চালু করা হতেও পারে বলে জানা গিয়েছে।

দুপুর ৩টে: আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্পেশাল ট্রেন ছাড়া বাড়তি কোনও যাত্রীবাহী ট্রেন চলবে না। খড়গপুর ডিভিশন নির্দিষ্ট বিভাগগুলিকে এই নির্দেশ দিয়েছে। রেলবোর্ডের এই নির্দেশ দেশজুড়ে হওয়ায় হাওড়া, শিয়ালদহে লোকাল ট্রেন চলবে না নির্ধারিত তারিখ পর্যন্ত।

দুপুর ২.৪৫: ইউজিসির কাছে আন্ডার ও পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষাগুলির সময়সীমা ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ১০ অক্টোবর করার আবেদন জানাল ওড়িশা সরকার।

দুপুর ২.৩০: আক্রান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক, হোম কোয়ারেন্টাইনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

দুপুর ২টা: জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে বিক্ষোভ দেখাচ্ছেন গোরক্ষপুরের ল্যাব টেকনিশিয়ানরা।

দুপুর ১.৪৬: কোভিড আক্রান্ত পুণের সাংবাদিক পাণ্ডুরং রায়করের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুললেন তাঁর পরিজনেরা।

দুপুর ১.২১: আনলক ফোরে চণ্ডীগড়ে খুলল রেস্তরাঁ, পানশালা।

দুপুর ১.০৪: ভারতে করোনায় মৃতের হার কমে দাঁড়াল ১.৭৬ শতাংশ।

বেলা ১২.৩৭: হিমাচল প্রদেশে আক্রান্ত আরও ২২ জন।

বেলা ১২.১৩: রাজস্থানের বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠোর করোনা আক্রান্ত।

বেলা ১২.০৩: পুদুচেরিতে করোনা আক্রান্ত আরও ৩৯৭ জন।

বেলা ১১.৩০: ওড়িশায় করোনা আক্রান্ত আরও ৩২১৯ জন।

বেলা ১১.২৫: মহারাষ্ট্রে মোট ১৫ হাজার ৫৯১ জন পুলিশকর্মী করোনা আক্রান্ত। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৮ জনের। 

সকাল ১০.৪৫: গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত করোনা আক্রান্ত। সংক্রমণের কথা নিজেই জানালেন তিনি।

সকাল ১০.৪০: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯০ জন।

সকাল ১০.২৭: বাংলাতেও চলছে JEE। দূরত্ববিধি মেনেই পরীক্ষাকেন্দ্রে ঢুকছেন পরীক্ষার্থীরা।

সকাল ১০.২২: দ্বিতীয় দিনে কোভিড বিধি মেনেই চলছে JEE।

সকাল ৯.৪১: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৭৮ হাজার ৩৫৭ জন। মৃত্যু হয়েছে ১,০৪৫ জনের।

সকাল ৯.১১: গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১০ লক্ষ ১২ হাজার ৩৬৭ জনের। তার ফলে কোভিড টেস্টের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৪৩ লক্ষ ৩৭ হাজার ২০১ জনের। 

সকাল ৯.০৩: করোনা আক্রান্ত অভিনেত্রী সৌমিলি ঘোষ বিশ্বাস। সংক্রমণের কথা ইনস্টাগ্রামে নিজেই জানালেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Soumili Ghosh Biswas (@soumilib) on

সকাল ৮.৪৪: আজই মেট্রোর গাইডলাইন প্রকাশ করতে পারে কেন্দ্র।

সকাল ৮.৩৬: মিজোরামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৮ জন।

সকাল ৮: জিম্বাবোয়েতে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে খুলছে স্কুল।

সকাল ৭.৩৮: করোনা পরিস্থিতিতে লিও পার্গিন পর্বতশৃঙ্গ জয় করলেন আইটিবিপির কয়েকজন পর্বতারোহী।

সকাল ৭.১৬: উত্তরাখণ্ডের নৈনিতালে শুরু হল নৌকাবিহার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ