Advertisement
Advertisement
করোনা

২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত ২৭১, মৃত ৮

মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ হাজার ৭৭২ জন।

Corona LIVE UPDATE:Within 24 hours 271 infected in Bengal, 8 died

ফাইল ফটো

Published by: Paramita Paul
  • Posted:June 1, 2020 8:27 am
  • Updated:June 2, 2020 9:45 am

আজ শুরু লকডাউন ৫.০। তবে কনটেনমেন্ট জোন ছাড়া অন্য এলাকাগুলি স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। এই মুহূর্তে দেশে আক্রান্তের সংখ্যা  ১ লক্ষ ৯০ হাজার ৫৩৫। মৃত্যু হয়েছে ৫৩৯৪ জনের। এই মুহূর্তে বাংলাতে করোনা আক্রান্তের সংখ্যা ৫,৭৭২। মৃত বেড়ে ২৫৩।করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১০.০০: ২৪ ঘণ্টায় নতুন করে অসমে আক্রান্ত হলেন ৭৩ জন। ফলে রাজ্য়ে মোট আক্রান্তের সংখ্য়া বেড়ে হল  ১৪৬৩। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৪ জন।

Advertisement

রাত ৯.৩০: ২৪ ঘণ্টায় পুনেতে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৭৬ জন। প্রাণ হারালেন  ৮জন।  মৃতের সংখ্যা বেড়ে হল ৩৪৫। মোট আক্রান্তের সংখ্যা ৭৮২৬।

Advertisement

রাত ৯.০০: কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন্য নিজের দোতলা বাড়ি ছেড়ে দিলেন জগৎবল্লভপুর গ্রামের এক ব্যবসায়ী।

রাত ৮.৪০: দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন অবস্থায় পড়ে রইল কলকাতা মেডিক্যাল কলেজ। বিদ্যুৎ বিভ্রাটের জেরে চরম সমস্যায় পড়লেন হাসপাতালের রোগীরা।

রাত ৮.৩০: সংক্রমণের আতঙ্কে ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখা হবে অসমের কামাখ্যা মন্দির। সামাজিক দূরত্ব বজায় রাখতে আয়োজন করা হবে না অম্বুবাচি মেলার।

রাত ৮.২০: করোনা প্রতিরোধে কোয়ারেন্টাইনে থাকা বাসিন্দাদের উপরে কড়া নজরদারি চালানো হবে বলে জানান সুন্দরবন জেলা পুলিশ।

রাত ৮.০০: ৮ জুন থেকে কেন্দ্রের নিয়মাবলী মেনে রাজ্যে ধর্মীয় স্থান খোলা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাবেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

সন্ধে ৭.৩০: ৮ জুনের পর থেকে স্বাভাবিক হতে চলেছে কলকাতা হাই কোর্টের কাজকর্ম। বিজ্ঞপ্তি জারি করে জানান রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্য়ায়। 

সন্ধে ৭.১৫:সামাজিক দূরত্ব বজায় রাখতে কলকাতা  মেট্রোর যাত্রী আসনে স্টিকার সাঁটালেন মেট্রো কর্তৃপক্ষ।

সন্ধে ৭.০০: ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হলেন ২৭১ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ হাজার ৭৭২ জন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৮ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ২৫৩ জন। হাসপাতালে মোট চিকিৎসাধীন ৩ হাজার ১৪১ জন।

সন্ধে ৬.৪৫: করোনা আতঙ্ক কাটাতে নদিয়ার রানাঘাটে গঙ্গাপুজো দিলেন  স্থানীয়রা। রানাঘাটের বিভিন্ন ঘাটে ভক্তরা মেতে ওঠেন গঙ্গাপুজোয়।

সন্ধে ৬.৩০: দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘি গ্রামে মিলল করোনার আক্রান্তের সন্ধান। উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। 

সন্ধে ৬.০০: পরিযায়ী শ্রমিকেরা ফেরায় আরামবাগে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই সংক্রমিতদের চিহ্নিত করতে আঙুলে কালির ছাপ দেওয়া হচ্ছে।

বিকেল ৫.৩০: সংক্রমণের নিরিখে বাঁকুড়া জেলার বেশ কিছউ এলাকাকে এফেক্টেড জোন ও বাফার জোন হিসেবে চিহ্নিত করছে জেলা প্রশাসন।

বিকেল ৫.০০: ওড়িশায় কনটেনমেন্ট জোনের মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন নবীন পট্টনায়ক সরকার। ৩০ জুন পর্যন্ত সংক্রমিত এলাকায় বন্ধ রাখা হবে হোটেলও। সন্ধে ৭টা থেকে পরের দিন সকাল ৫ টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করে ওড়িশা সরকার।

বিকেল ৪.৩০: বাঁকুড়া জেলায় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তর সংখ্যা। সরকারি ভাবে জেলায় এখনও পর্যন্ত আক্রান্তর সংখ্যা ৩৬ জন। আক্রন্তর বিচারে ইতিমধ্যেই জেলার বেশ কিছু এলাকাকে এফেক্টেড জোন ও বাফার জোন হিসাবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন।
বিকেল ৪.০০:
ক্ব্যাবিনেটের বৈঠক শেষ। কৃষক ও ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য নতুন পরিকল্পনা করা হয়েছে। জানালেন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। ক্যাবিনেট বৈঠকে আর্থিক প্যাকেজ মঞ্জুর। 

  • ছোট ব্যবসায়ীদের কম সুদে ঋণ দেওয়া হবে। সহজ কিস্তিতে ঋণ ফেরতের সুবিধা।
  •  

বিকেল ৩.৫০: দেশে বাড়ল করোনা রোগীদের সুস্থতার হার। বর্তমানে ৪৮.১৯ শতাংশ আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন।

দুপুর ৩.৪২: রাশিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৯০৩৫। মৃত্যু হল ১৬২ জনের।

দুপুর ২.৫০: বিমানে দুটি আসনের মাঝেরটি ফাঁকা রাখতে বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিল ডিজিসিএ। এ আগে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছিল। সেই কথা মেনেয় নিয়মে বদল আনল বিমান নিয়ামক সংস্থা।

দুপুর ১.৩০ : পরপর দুটি শ্রমিক স্পেশাল ট্রেন এল বাঁকুড়ায়। আজ সকাল ৬ টা পনেরো মিনিট নাগাদ গুজরাটেরই আমেদাবাদ থেকে একটি শ্রমিক স্পেশাল ট্রেন পৌছায় বাঁকুড়া স্টেশনে। জানা যায় আমেদাবাদ থেকে আসা এই শ্রমিক স্পেশাল ট্রেনটিতে চড়ে বাঁকুড়ায় ফেরেন জেলার মোট ৫৪ জন যাত্রী। সোমবার দুপুরের দিকে গুজরাটের ভূজ থেকে আরেকটি শ্রমিক স্পেশাল ট্রেন আসে বাঁকুড়ায়। এই ট্রেনে চড়ে বাঁকুড়ায় ফেরেন মোট ৬০ জন পরিযায়ী শ্রমিক। 

দুপুর ১.২৫: নীতি আয়োগে করোনার থাবা। আক্রান্ত এক আধিকারিক। ফলে ওই বিল্ডিংয়ের তিনতলা সিল করা হয়েছে। চলছে স্যানিটাইজেশন।

দুপুর ১২.০০: ছন্দে ফিরছে দিল্লিও। রাজধানীর সীমানা বন্ধ থাকছে। নাহলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এখানে হাজির হবেন। তবে পার্লার, সেলুন খুনে দেওয়া হচ্ছে। বন্ধ থাকবে স্পা। অটো-টোটোর উপর থেকে নিষেধাজ্ঞা উঠল। তবে নাইট কারফিউ জারি থাকবে। জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সকাল ১১.১০:  স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর। রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালের রজত জয়ন্তী উপলক্ষ্যে এই বার্তা।

  • করোনা ভাইরাস অদৃশ্য শত্রু। করোনার বিরুদ্ধে লড়তে হবে। ডাক্তাররা ভাল কাজ করছেন।
  • চিকিৎসা ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে বিষয়ে জোর দিতে হবে।
  • চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে ভারতের চিকিৎসা ব্যবস্থা।
  • আয়ুষ্মান ভারতে এক কোটি মানুষ উপকৃত হয়েছেন।

সকাল ১০.৩৫: ক্যাবিনেট বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সকাল  ১০.৩০ : দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে নতূন করে কেভিড পজিটিভ ১০ জন। জেলায় মোট কেভিড পজিটিভের সংখ্যা দাঁড়াল ২৬
সকাল ১০.০০:
কলকাতা-হাওড়া ফেরি সার্ভিস শুরু। অভিযোগ, ফেরিতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না।

সকাল ৯.২৫: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত  আরও ৮,৩৯২ জন। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১,৯০,৫৩৫ জন। একই সময় মৃত্যু হয়েছে আরও ২৩০ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৩৯৪ জন। বেড়েছে সুস্থতার হারও। 

সকাল ৮.৩০:  আমেরিকায় গত ২৪ ঘণ্টায়  ৫৯৮ জনের মৃত্যু হয়েছে। ফলে সে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৪ হাজার ৩৫৬ জন। আক্রান্তও বাড়ছে হু হু করে।
সকাল ৮.১৫:
বলিউডে করোনার থাবা। মৃত্যু হল ওয়াজিদ খানের। গলা ও কিডনির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি।
সকাল ৮.১০:
মহারাষ্ট্র থেকে হাওড়া ফিরল শ্রমিক স্পেশ্যাল ট্রেন। জীবাণমুক্ত না করেই উত্তরবঙ্গে পাঠানোর অভিযোগ।

সকাল ৮.০৫: দেশজুড়ে ২০০টি দূরপাল্লার ট্রেনের যাত্রা শুরু। হাওড়া থেকে ছাড়ল জনশতাব্দি।

সকাল ৮.০০: লকডাউন ৫.০ শুরু। শুরু দেশকে আনলক করার প্রথম পর্যায়ও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ