Advertisement
Advertisement

Breaking News

CoronaVirus

মহারাষ্ট্রের কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত অন্তত ১৩

হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ রোগীর আত্মীয়দের।

CoronaVirus: 13 people have died in a fire that broke out at Maharastra's Vijay Vallabh COVID care hospital | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 23, 2021 8:26 am
  • Updated:April 23, 2021 8:29 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপত্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না মহারাষ্ট্রের (Maharastra)। একে তো মহামারী মোকাবিলায় নাজেহাল অবস্থা সরকারের। তার উপর একের পর এক দুর্ঘটনা রীতিমতো নাস্তানাবুদ করছে প্রশাসনকে। নাসিকে অক্সিজেন লিক কাণ্ডের পর এবার ভিরারের এক কোভিড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরও বেশ কয়েকজন গুরুতর অসুস্থ।

স্থানীয় সূত্রের খবর, গতকাল মাঝরাতে মহারাষ্ট্রের পালঘরের ভিরার এলাকার এক কোভিড হাসপাতালে আগুন লেগে যায়। সেসময় ওই হাসপাতালটিতে ৯০ জন করোনা রোগী ভরতি ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিজয়বল্লভ হাসপাতালের আইসিইউ (ICU) বিভাগে আগুন লেগেছিল। যার জেরে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি পড়ে যায়। মৃত্যু হয় ১৩ জন কোভিড রোগীর। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আজ সকালে তাঁদের পাশের কোভিড হাসপাতালে সরানো হয়েছে।  

[আরও পড়ুন: সংকটকালে সাহায্য, ২২ লক্ষের গাড়ি বেচে রোগীদের অক্সিজেন দিলেন ‘করোনা হিরো’ শাহনওয়াজ]

প্রত্যক্ষদর্শীরা বলছেন, গতকাল ভোর ৩টে নাগাদ হাসপাতালটির আইসিইউ বিভাগে আগুন লাগে। সেসময় হাসপাতালে যথেষ্ট সংখ্যক নার্স বা চিকিৎসক ছিলেন না। যার জেরে আরও আতঙ্ক ছড়িতে পড়ে। খবর পাওয়ার পর দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে, এই অগ্নিকাণ্ডের জেরে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা। হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন। কাঠগড়ায় তলা হচ্ছে জেলা প্রশাসনকেও। হাসপাতালের সিইও দিলীপ শাহ (Dilip Shah) অবশ্য, উপযুক্ত সংখ্যক চিকিৎসক এবং নার্স না থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের উদ্ধারে সচেষ্ট ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ