১৮ চৈত্র  ১৪২৯  রবিবার ২ এপ্রিল ২০২৩ 

READ IN APP

Advertisement

Coronavirus Update: দেশজুড়ে ফিকে করোনার দাপট, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত দেড় হাজারের সামান্য বেশি

Published by: Sucheta Sengupta |    Posted: October 18, 2022 9:57 am|    Updated: October 18, 2022 10:17 am

Coronavirus in India: 1542 new positive cases in last 24 hours | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’বছর ধরে কমবেশি দাপট দেখিয়েছে করোনা ভাইরাস (Coronavirus)। যদিও চলতি বছরের গোড়া থেকে সেই দাপট কমছিল। তবে উৎসবের মরশুমে ফের মাথাচাড়া দিয়েছিল সংক্রমণ। নতুন সাবভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়িয়ে তুলছিল। তবে দীপাবলির আগে সেই উদ্বেগ অনেকটাই কাটল। দেশের সাম্প্রতিক কোভিড গ্রাফ নিম্নমুখী। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণ কমল অনেকটাই। কমল সক্রিয় করোনা রোগীর সংখ্যাও।

দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড (COVID-19) পজিটিভ হয়েছেন ১৫৪২ জন। সোমবারও যা ছিল দু’হাজারের বেশি। একদিনে মহামারীর কবল থেকে সুস্থ হয়েছেন ১৯১৯ জন। শতকরা হিসেবে ৯৮.৭৬ %।  আর অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ২৬ হাজারে। সোমবার ২৬ হাজার ৮০০-র বেশি ছিল এই সংখ্যা।ব মোট আক্রান্তের তুলনায় তা মাত্র ০.০৬ শতাংশ। দেশে এই মুহূর্তে পজিটিভিটি রেট ০.৬৮ শতাংশ। 

ওমিক্রনের দুই সাব-ভ্যারিয়েন্ট ফের চোখ রাঙাতে শুরু করেছে চিনে (China)। ফলে সেখানকার করোনা পরিস্থিতি নিয়ে কিছুটা চিন্তা রয়েছে। তবে চিন প্রশাসন কড়া চ্যালেঞ্জকে সামনে রেখেই করোনামুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে। সেদিক থেকে ভারতের (India) অবস্থা অনেকটাই ভাল বলা চলে। দৈনিক সংক্রমণ, মৃত্যু, পজিটিভিটি রেট, অ্য়াকটিভ কেস – সবই নিম্নমুখী।

[আরও পড়ুন: টেট জটে পথেই রাত কাটালেন চাকরিপ্রার্থীরা, করুণাময়ীতে অব্যাহত বিক্ষোভ]

মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণ চলছে জোরকদমে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান অনুযায়ী,  এখনও পর্যন্ত দেশে ২১৯ কোটি ৩৭ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ৪ লক্ষ ২৩ হাজার ৮৭ ডোজ পেয়েছেন দেশবাসী।  আলোর উৎসবের আগে মহামারীকে পরাস্ত করাই লক্ষ্য কেন্দ্রের। 

[আরও পড়ুন: বঙ্গ বিজেপির নয়া কোর কমিটি গড়লেন নাড্ডা, নতুন দায়িত্বে মিঠুন, লকেট, অগ্নিমিত্রা, রাহুল]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে