সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসকে (Coronavirus) কাবু করে ধীরে ধীরে এগোচ্ছে দেশ। ধারাবাহিকভাবে নিম্নমুখী দেশের কোভিড (COVID-19) গ্রাফ। বিশেষত মঙ্গলবারের পরিসংখ্যানে এই আশা ক্রমশই উজ্জ্বল হচ্ছে, খুব শিগগিরই দেশ করোনামুক্ত হবে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২৫ জন। সোমবার তা ছিল ৯৩৭। অর্থাৎ দৈনিক সংক্রমণের হার নামল অনেকটাই। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়নি কারও। কমেছে অ্য়াকটিভ কেসও।
Single-day rise of 625 new Covid cases pushes India’s infection tally to 4,46,62,141; no deaths in last 24 hours: Health Ministry
— Press Trust of India (@PTI_News) November 8, 2022
দেশের কোভিড পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, এনিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৪, ৪৬,৬২,১৪১। কমেছে সক্রিয় করোনা রোগীর (Active Cases) সংখ্যা। এই মুহূর্তে তা ১৪ হাজার ২১।দেশের মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতিই একমাত্র উদ্বেগজনক। তবে টিকাকরণ পুরোদমে চলায় সুস্থতার দিকেই এগোচ্ছে দেশ।
[আরও পড়ুন: ২০১৯ সাল থেকে অনুব্রত ও সুকন্যার অ্যাকাউন্টে লটারির মোটা টাকা! চাঞ্চল্যকর তথ্য পেল CBI]
বাংলায় (West Bengal) সংক্রমণের পরিস্থিতিও যথেষ্ঠ সন্তোষজনক। সোমবার এখানে ১৪ জন নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪১ জন। সুস্থতার হার ৯৮.৯৭ শতাংশ। পজিটিভিটি রেট মাত্র ০.৩৭ শতাংশ। অ্য়াকটিভ রোগীর সংখ্যা ৩৮৩।
[আরও পড়ুন: ইরানের আন্দোলনের আঁচ ভারতে, আমিনিকে সমর্থন করে হিজাব পোড়ালেন কেরলের মহিলারা]
করোনার বিরুদ্ধে লড়াইয়ে দেশ অনেকটা সফল হলেও জোরকদমে চলছে টিকাকরণ কর্মসূচি (Corona vaccination)। বিশেষজ্ঞরা এখনও সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়ে চলেছেন। ভিড় জায়গায় জমায়েতের ক্ষেত্রে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা ও স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তাঁরা।