Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

COVID-19: তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির মাঝেই সামান্য স্বস্তি, ১৫৬ দিনে দেশে সর্বনিম্ন অ্যাকটিভ কেস

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ২৫,৪৬৭ জন।

Coronavirus in India: Active caseload lowest in 156 days with 25,467 new positive cases in last 24 hours, 354 death | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 24, 2021 9:37 am
  • Updated:August 24, 2021 2:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়রে করোনা ভাইরাসের (Coronavirus) তৃতীয় ঢেউ। অক্টোবরের মধ্যে তা শীর্ষে উঠবে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা এমনই। আর তাকে প্রতিহত করতে সবরকম সতর্কতামূলক ব্যবস্থাকে হাতিয়ার করে করোনা যুদ্ধে পুরোদমে নেমেছে ভারত (India)। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও, অনেকটা কমল অ্যাকটিভ কেস (Acticve cases)। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান বলছে, গত ১৫৬ দিনের মধ্যে সবচেয়ে কম অ্যাকটিভ রোগীর সংখ্যা, শতকরা হিসেবে যা ০.৯৮%। গত মার্চ থেকে এটাই সর্বনিম্ন। আর এই পরিসংখ্যান খানিকটা হলেও উদ্বেগ কমিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে (COVID-19) আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন। মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৪৮৬ জন। আর এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগী ৩ লক্ষ ১৯ হাজার ৫৫১ জন। সোমবারও যা ছিল ৩ লক্ষ ৩৩ হাজারের বেশি। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৭৭৩। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৭ লক্ষ ২০ হাজার ১১২। মারণ ভাইরাসের বলি মোট ৪ লক্ষ ৩৫ হাজার ১১০। 

[আরও পড়ুন: Jammu-Kashmir Encounter: সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত সোপোর, বন্ধ ইন্টারনেট পরিষেবা]

 কোভিডের তৃতীয় ঢেউ (Third wave) প্রতিহত করতে এই মুহূর্তে টিকাকরণ প্রক্রিয়া চলছে জোরকদমে। স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩ লক্ষ ৮৫ হাজার ২৯৮ জন পেয়েছেন করোনা ভ্যাকসিন (Corona vaccine)। এ নিয়ে মোট টিকাপ্রাপকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ কোটি ৮৯ লক্ষ ৯৭ হাজার ৮০৫।  এর মধ্যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ১ কোটি জনগণের ডবল ডোজ ভ্যাকসিন হয়ে গিয়েছে, যা খানিকটা ব্যতিক্রমী বলেই উল্লেখ করছেন স্বাস্থ্যবিশেষজ্ঞরা। 

[আরও পড়ুন: Afghanistan Crisis: জার্মান চ্যান্সেলর মর্কেলকে ফোন প্রধানমন্ত্রী মোদির, গুরুত্বপূর্ণ আলোচনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ