Advertisement
Advertisement

Breaking News

Coronavirus COVID 19

দেশে একদিনে করোনার কবলে ৫৫ হাজার মানুষ, অনেকটা কমল দৈনিক মৃতের সংখ্যা

নিয়মিত কমছে সক্রিয় রোগীর সংখ্যা।

Coronavirus: India crosses 75-lakhs marks with 55,722 new COVID19 cases and 579 deaths in last 24 hours |Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 19, 2020 10:00 am
  • Updated:October 19, 2020 10:04 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণের শীর্ষাবস্থা পেরিয়ে গিয়েছে ভারত। রবিবারই সরকারিভাবে ঘোষণা করেছে কেন্দ্রের কোভিড সংক্রান্ত টাস্ক ফোর্স। তাঁদের দাবি, এখন নিয়মিত নতুন আক্রান্তের সংখ্যা কমতে থাকবে। বাস্তবও সেকথাই বলছে। দেখা যাচ্ছে, রবিবার দেশে নতুন করোনা সংক্রমণের সংখ্যাটা আরও খানিকটা কমেছে। আর কমতে কমতে তা এসে দাঁড়িয়েছে ৬০ হাজারেরও নিচে। যা রীতিমতো স্বস্তির খবর। তবে, দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও সার্বিকভাবে তা ৭৫ লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে।

সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৫ হাজার ৭২২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৬ হাজার কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ লক্ষ ৫০ হাজার ২৭৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটা অনেকটা কমেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৭৯ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ১৪ হাজার ৬১০ জন।

[আরও পড়ুন: শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বলছে কেন্দ্রের বিশেষজ্ঞ দল]

আরও স্বস্তির খবর হল, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৭৭ হাজার মানুষ। অর্থাৎ আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৬৬ লক্ষ ৬৩ হাজার ৬০৮ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৭ লক্ষ ৭২ হাজার ৫৫ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার সংখ্যাটাও অবশ্য অনেকটা কমেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ