Advertisement
Advertisement
Coronavirus

Coronavirus: গত চারদিনেই দেশে করোনা আক্রান্ত ৮০ হাজারের বেশি, চিন্তা অ্যাকটিভ কেসেও

করোনার টিকাকরণে নয়া নজিরের পথে দেশ।

Coronavirus: India records 20,528 new cases & 49 deaths in the last 24 hours | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 17, 2022 9:45 am
  • Updated:July 17, 2022 9:48 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ফের একদিনে করোনার কবলে ২০ হাজারের বেশি মানুষ। এই নিয়ে পরপর চারদিন দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি। অর্থাৎ স্রেফ চারদিনেই ৮০ হাজারের বেশি মানুষ এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন। সেই সঙ্গে পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ কেসও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫২৮ জন। যা আগের দিনের থেকে কিছুটা বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ৪৩ হাজার ৪৪৯ জন। যা গতকালের থেকে ২ হাজার ৬৮৯ জন বেশি। দেশের অ্যাকটিভ কেস ০.৩৩ শতাংশ। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা।

[আরও পড়ুন: উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ধনকড়ের নাম নিয়ে এখনই মুখ খুলছে না তৃণমূল, সংশয়ে বিরোধীরা]

রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন। এই সংখ্যাটা কমবেশি আগের দিনের মতোই। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৭০৯ জন। করোনার দৈনিক আক্রান্ত চিন্তা বাড়ালেও সুস্থতার হার খানিকটা স্বস্তির। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩০ লক্ষ ৮১ হাজার ৪৪১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৭ হাজার ৭৭০ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৪৭ শতাংশ।

[আরও পড়ুন: রঞ্জন গগৈকে জড়িয়ে বিতর্কিত টুইটের জের, মহুয়ার বিরুদ্ধে FIR অসমে]

এদিকে, এসব উদ্বেগের মাঝেই স্বস্তির খবর হল করোনার টিকাকরণে (Corona Vaccine) নয়া রেকর্ড গড়ার পথে দেশ। সব ঠিক থাকলে রবিবারই ২০০ কোটি ভ্যাকসিনের ডোজ দিয়ে ফেলবে ভারত। এত কম সময়ে এই বিপুল পরিমাণ টিকাকরণ সত্যিই রেকর্ড। এখনও পর্যন্ত ভারতে ভ্যাকসিন পেয়েছেন ১৯৯ কোটি ৯৮ লক্ষ ৮৯ হাজারের বেশি মানুষ। ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হতেই নতুন করে বাড়ছে টিকাকরণের গতি। গত ২৪ ঘণ্টায় যেমন টিকা পেয়েছেন ২৫ লক্ষের বেশি মানুষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ