Advertisement
Advertisement

Breaking News

Coronavirus

Coronavirus: দেশে একদিনে করোনা আক্রান্ত ২০ হাজারের বেশি, বড় চিন্তা পজিটিভিটি রেটে

শুক্রবার থেকেই বিনামূল্যে করোনা টিকার বুস্টার ডোজ পাবেন ১৮ ঊর্ধ্বরা।

Coronavirus: India reports 20,139 fresh cases, 16,482 recoveries | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 14, 2022 9:15 am
  • Updated:July 14, 2022 9:15 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনার চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা আরও প্রকট। দিন কয়েক খানিক স্বস্তি দেওয়ার পর ফের বড়সড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াল করোনা পরিসংখ্যান। একদিনে আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ২০ হাজারের গণ্ডি। তার চেয়েও উদ্বেগজনক হারে বাড়ল পজিটিভিটি রেট। এই মুহূর্তে দেশে সংক্রমণের হার ৫ শতাংশেরও বেশি। যে হারে মানুষ করোনা সংক্রমিত হচ্ছেন, তাতে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা আরও প্রবল হচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৯ জন। যা আগের দিনের থেকে অনেকটা বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ৩৬ হাজার ৪৩ জন। যা গতকালের থেকে ৩ হাজার ৬১৯ জন বেশি। দেশের অ্যাকটিভ কেস ০.৩১ শতাংশ। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা। এই মুহূর্তে দেশে করোনার পজিটিভিটি রেট ৫.১০ শতাংশ। 

[আরও পড়ুন: প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির ‘আমন্ত্রণে’ ভারতে আসা পাক সাংবাদিক আদতে ছিলেন ISI এজেন্ট!]

রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৮ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে কম। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৫৫৭ জন। করোনার দৈনিক আক্রান্তের পাশাপাশি সুস্থতার হারও খানিকটা স্বস্তির। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩০ লক্ষ ২৮ হাজার ৩৫৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৬ হাজার ৪৮২ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৪৯ শতাংশ।

[আরও পড়ুন: যা হচ্ছে আইন মেনেই হচ্ছে, উত্তরপ্রদেশে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় আপত্তি নেই সুপ্রিম কোর্টের]

বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, ১৫ জুলাই থেকে দেশে শুরু হবে বিনামূল্যে করোনার বুস্টার ডোজ দেওয়া। ১৮ ঊর্ধ্ব প্রত্যেক নাগরিক বুস্টার পাবেন। দেশে ইতিমধ্যেই ১৯৯ কোটি ২৭ লক্ষ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ১৩ লক্ষের বেশি মানুষ। শুক্রবার থেকে সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ